বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার এ বাণীটি প্রতিটি মানুষের কাছেই অনুপ্রেরণার উৎস। শুধু তাই নয়, পুরুষদের যে স্পৃহা বা উদ্দীপনা বাড়ায় সেও কিন্তু নারী। হতে পারে সে কখনো তার মা, তার বোন, ভালো কোনো বন্ধু অথবা তার প্রাণপ্রিয় স্ত্রী।
কবি নজরুলের সেই কবিতার বাণীর মতোই বাস্তবতা ফুটে উঠেছে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে প্রার্থীদের পাশাপাশি সহধর্মিণীরাও মাঠে নেমেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই দলীয় প্রার্থীসহ তাদের সহধর্মিণীরাও ভোটারদের দোয়া কামনায় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। প্রথাগত প্রচারের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সরব দেখা গেছে প্রার্থীদের।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ভোটযুদ্ধে বিজয়ী করার জন্য প্রচারে নেমেছেন পৌরসভা মেয়র হাসিনা গাজী। একদিকে সংসার অন্যদিকে মেয়রের দায়িত্ব এতকিছুর পরও বাংলার নারী তার স্বভাবসুলভ আচরণে তার স্বামীকে বিজয়ী করতে নিজেকে নিয়োজিত রেখেছেন।
অন্যদিকে গোলাম দস্তগীর গাজীর অন্যতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী তৈমূর আলম খন্দকারের পক্ষে নির্বাচনী প্রচারে দিনরাত শ্রম দিচ্ছেন তার স্ত্রী ফারজানা হালিমা।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুর স্ত্রী আড়াইহাজার উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা সরকারি কর্মকর্তা হয়েও ভোটের মাঠে স্বামীকে বিজয়ী করতে মাঠে নেমেছেন।
একজন সরকারি কর্মকর্তা হয়ে তার স্বামীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কারণে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে শোকজ করেছেন। তারপরও থেমে নেই তার প্রচার।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কায়সার হাসনাতের নির্বাচনী প্রচারে নারীদের নিয়ে প্রতিদিন পর্যায়ক্রমে সারা সোনারগাঁওয়ে জনসংযোগ করছেন তার স্ত্রী রুবিয়া সুলতানা। একই আসনের দুই বারের নির্বাচিত জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে আবারও ভোটের লড়াইয়ে বিজয়ী করতে নারীদের নিয়ে মাঠে প্রচার চালিয়ে যাচ্ছেন তার স্ত্রী ডালিয়া লিয়াকত।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একেএম শামীম ওসমান এমপি প্রতীক বরাদ্দের পর থেকে তার নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। বিগত সময়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছেন তিনি। পাশাপাশি তার সহধর্মিণী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপিকে দেখা যায় ভোটারদের শরণাপন্ন হয়ে ভোট চাইতে।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে একেএম শামীম ওসমানের বড় ভাই দুই বারের নির্বাচিত সংসদ সদস্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ভোটারদের কাছে ভোট কামনা করছেন তার স্ত্রী নাসরিন ওসমান।
সার্বিকভাবে মাঠ জরিপে দেখা যায়, নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে হেভিওয়েট প্রার্থীদের পাশে ছায়ার মতোই লেগে আছেন তাদের সুখ-দুঃখের সাথী সহধর্মিণীরা। এখানকার নেতাদের বিজয়ে তাদেরও ভূমিকা রয়েছে।
মন্তব্য করুন