সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রদীপ পোদ্দার নামের এক আওয়ামী লীগ নেতাকে মোবাইল ফোনে কল দিয়ে ডিবি পরিচয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই কলে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীক ছেড়ে নৌকার পক্ষে কাজ করতে বলা হয়। প্রদীপ পোদ্দার শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর। তিনি সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরুর ঈগল প্রতীকের পক্ষে প্রচার করছেন।
এ বিষয়ে রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু।
হালিমুল হক মিরু লিখিত অভিযোগে উল্লেখ করেন, নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের সমর্থকরা আমার পরিবার ও সমর্থকদের বিভিন্নভাবে হুমকি ও উসকানি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে আমার সমর্থক প্রদীপ পোদ্দারের মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন দিয়ে ডিবি পরিচয়ে প্রাণনাশের হুমকি দেয়। তাকে অকথ্য ভাষায় গালাগাল করে ঈগল প্রতীকে কাজ করতে নিষেধ করে এবং নৌকা প্রতীকের জন্য কাজ করতে বলে। এ অবস্থায় আমি আমার পরিবার এবং সমর্থকরা নিরাপত্তা সংকটে ভুগছি এবং আমাদের নির্বাচনী প্রচার ব্যাহত হচ্ছে।
প্রদীপ পোদ্দার বলেন, আমাকে ডিবি পরিচয়ে ফোন দিয়ে হাড়গোড় ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করছি।
সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী জুয়েল রানা বলেন, স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি স্যার খতিয়ে দেখছেন।
এ বিষয়ে জানতে ডিবি পরিচয়ে হুমকি দেওয়া ওই মোবাইল নম্বরে ফোন দিলে তিনি নিজেকে সবুজ নামের এক ব্যবসায়ী ও নৌকার সমর্থক বলে পরিচয় দেন। তিনি বলেন, প্রদীপ পোদ্দারকে ফোন দিয়েছিলাম। তবে ডিবি পরিচয়ে কোনো হুমকি দেওয়া হয়নি।
মন্তব্য করুন