সৌরভ লোধ, বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শখের বশে আ.লীগ কর্মীর ১০১ ফুটের নৌকার তোরণ নির্মাণ

নিজের তৈরি নৌকার সঙ্গে আওয়ামী লীগ কর্মী সোহেল মোল্লা। ছবি : কালবেলা
নিজের তৈরি নৌকার সঙ্গে আওয়ামী লীগ কর্মী সোহেল মোল্লা। ছবি : কালবেলা

নানা মানুষের নানান রকম শখ থাকে। তবে একজনের শখ অন্যজনের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে আবার ভিন্নও হতে পারে। শখের এমন নান্দনিকতা আমরা হরহামেশাই দেখতে পাই।

তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা ৮ (বরুড়া) আসনে দলের প্রতি ভালোবাসা রেখে শখের বশে বিশাল আকারের নৌকার তোরণ তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন পৌরসভার ১নং ওয়ার্ডের বেলভুজ গ্রামের আওয়ামী লীগ কর্মী সোহেল মোল্লা।

সোহেল মোল্লার বাবা মাওলানা আবু তাহের দীর্ঘদিন ধরে ঢাকার একটি মসজিদের ইমামের চাকরি করছেন। পরিবারের আয় বলতে বাবার এই স্বল্প বেতন। এতেই টেনেহিঁচড়ে চলছে পুরো পরিবার। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড় সোহেল মোল্লা। তিনি দীর্ঘদিন ঢাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করলেও করোনাকালীন সময়ে চাকরি হারান। ব্যক্তি জীবনে দুই সন্তানের পিতা সোহেল মোল্লা। কর্মজীবনে ঢাকায় ছোটখাটো অনেক ব্যবসা করতে চাইলেও ব্যবসায় মন বসাতে পারেননি ভিন্ন ওই শহরে। তার ইচ্ছে ছিল গ্রামে গিয়ে ছোটখাটো ব্যবসা করে সেখানেই বাকি জীবন কাটানো।

যেই কথা সেই কাজ, পরিবার ঢাকায় থাকলেও তিনি চলে আসেন গ্রামে। গ্রামের নিজেদের কিছু জায়গা জমি আছে সেগুলা দেখাশোনা করছেন আপাতত। এরই মাঝে নির্বাচনের আমেজ শুরু হয় সব দিকে। মনে প্রাণে আওয়ামী লীগ করা ছেলেটার মনেও নির্বাচনী আমেজ বইতে শুরু করে। পছন্দের প্রার্থী নৌকা মনোনয়ন পাওয়াতে এই আমেজ আরও বাড়তে থাকে তার মনে। দলকে ভালোবেসে শখের বশে বানানো শুরু করেন নৌকার তোরণ।

তিন সহকারী নিয়ে নিজ হাতে নৌকাটি তৈরি করেছেন সোহেল মোল্লা। প্রায় নয়দিন সময় লেগেছে এই কাজটি করতে। দিনরাত পরিশ্রম করে ১০১ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের নৌকার তোরণ নির্মাণ সমাপ্ত করেন। এরই মধ্যে নৌকাটি দেখতে ভিড় করছেন এলাকার লোকজন।

এ বিষয়ে জানতে চাইলে সোহেল মোল্লা বলেন, আমার বুদ্ধি হওয়ার পর থেকে শেখ মুজিবকে ভালোবেসে এবং ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের সাথে জড়িত রয়েছি। আমাদের পরিবারের সবাই আওয়ামী লীগের সাথে জড়িত। দীর্ঘদিন ঢাকার মিরপুরে ১৪নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলাম। এরই মধ্যে এবার দ্বাদশ সংসদ নির্বাচনে আমার প্রিয় নেতা এ জেড এম শফিউদ্দিন শামীম ভাইকে প্রধানমন্ত্রী নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। দলের প্রতি ভালোবাসা এবং প্রিয় নেতা নৌকায় নির্বাচন করবে এই খুশিতে আমি নৌকাটি তৈরি করেছি। এটা বানাতে আমার প্রায় ৩১ হাজার ৩৪০ টাকা ব্যয় হয়েছে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব অর্থায়নে বানানো। এর আগেও আমি অনেক নির্বাচনে নৌকার তোরণ বানিয়েছি, তবে সেটা এত বড় করে বানাতে পারিনি।

তিনি আরও বলেন, নৌকা শেখ মুজিবের প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। তাই সবাইকে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে শামীম ভাইকে এমপি নির্বাচিত করার অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, সোহেল মোল্লা আমার এলাকার ছোট ভাই। সে ছোট থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সে দিন রাত পরিশ্রম করে নিজ অর্থায়নে এই নৌকার তোরণটি নির্মাণ করেছেন। দলের প্রতি এমন ভালোবাসার উদাহরণ এর আগেও অনেকবার দেখিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১০

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১১

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১২

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৩

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৪

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১৫

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১৬

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

১৭

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

১৮

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

১৯

প্রথম রূপায়ন আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

২০
X