শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের এবং স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩১ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের আহমদ নগর বাজারে নৌকার একটি নির্বাচনী অফিসে এবং বিঝারি ইউনিয়নের ধামারন ত্রিপল্লি বাজারে স্বতন্ত্র প্রার্থীর একটি নির্বাচনী অফিসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রাতে নেতাকর্মীরা অফিস বন্ধ করে বাড়ি চলে যান। পরে রাত ১টার দিকে দেখেন তাদের নির্বাচনী ক্যাম্পে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে আগুন নেভান।
এ বিষয়ে শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ কে এম এনামুল হক শামীমের নির্বাচনের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, ঘটনাটি আমরা শুনেছি। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে নেতাকর্মীদের পাঠিয়েছি। তবে আমার ধারণা স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর পক্ষে নির্বাচনে প্রচারে নেমেছেন জামায়াত-বিএনপির লোকজন। তারাই পরিকল্পিতভাবে এ আগুনসন্ত্রাসে মেতে উঠেছেন।
স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী কালবেলাকে বলেন, এর আগেও বেশ কয়েকবার নৌকার লোকজন আমার একাধিক নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। আজও একটি ক্যাম্প পুড়েছে। তাদের পায়ের তলার মাটি সরে গেছে। তারা জানে, তাদের পরাজয় মাত্র আর কয়েক ঘণ্টা বাকি। তাদের পরাজয় সুনিশ্চিত জেনে তারা এমন কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। তারা এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় যেন ভোটাররা ভোট দিতে কেন্দ্রে না আসে।
এ বিষয়ে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব বলেন, ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী দুর্বৃত্তদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। তা ছাড়া এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন