হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে দ্বিতীয়বারের মতো শোকজ করা হয়েছে। হ্যান্ডবিলে জাতির জনকের ছবি ব্যবহার করায় আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে জেলা নির্বাচন অনুসন্ধান কমিটি এ শোকজ করে।
হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সুবজ পাল স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ শোকজ করা হয়।
গত ২৭ ডিসেম্বর হবিগঞ্জ-৪ আসনের নৌকার সমর্থক আব্দুল হাই জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন, আসন্ন সংসদ নির্বাচনে হ্যান্ডবিলে শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করা হচ্ছে। এ অভিযোগের প্রেক্ষিতে গত ৩১ ডিসেম্বর অনুসন্ধান কমিটি তাকে শোকজ করে। আগামী ২ জানুয়ারি লিখিতভাবে শোকজের জবাব দেওয়ার জন্য নির্দেশে প্রদান করা হয়েছে।
শোকজে উল্লেখ করা হয়, সৈয়দ সায়েদুল হক সুমন আপনি জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের একজন স্বতন্ত্র প্রার্থী। গত ২৭ ডিসেম্বর আব্দুল হাই প্রিন্স নামে এক ব্যক্তি নিজেকে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থক দাবি করে আপনার বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করে। অভিযোগে উল্লেখ করা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনি আপনার নির্বাচনী এলাকায় বিলিকৃত লিখিত পোস্টারে আইনবহির্ভূতভাবে শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা অভিযোগটি আমলে নিয়ে নমুনা পোস্টারসহ অভিযোগটি গত ৩১ ডিসেম্বর নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে উপস্থাপন করেন। নমুনা পোস্টার পর্যালোচনা করে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রতীয়মান হয় যে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০০৮-এর বিধি ৭ মোতাবেক প্রার্থীর ব্যানার ও পোস্টারে নিজের ছবি, প্রতীক ও দলীয় প্রার্থী হলে একইসঙ্গে দল প্রধানের ছবির বাইরে আর কারও ছবি ব্যবহার করা যাবে না মর্মে বিধান থাকলেও প্রার্থী শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে উল্লেখিত বিধি লঙ্ঘন করেছেন। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাকে ২ জানুয়ারির মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
মন্তব্য করুন