গাজীপুরের কালিয়াকৈরে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমাবার (১ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার আটাবহ ইউনিয়নের চৌধুরীটেক এলাকায় এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলা চৌধুরীটেক এলাকায় সোমবার আনুমানিক রাত ১০টার দিকে পিয়াস মন্ডলের বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। পরে বাড়ির লোকের চিৎকারে এলাকার লোকজন এসে আগুন নেভাতে চেষ্টে করে। ব্যর্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ারসার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই কক্ষে থাকা ২৬টি ছাগল ও হাঁস-মুরগি পুড়ে মারা যায়।
ঘটনার পরপরই উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকিল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, পিয়াস মন্ডলের কক্ষে থাকা ২৬টি ছাগল ও হাঁস মুরগি পুড়ে মারা গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মন্তব্য করুন