বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের বেড়ুঞ্জ গ্রামে সরকারি খাস পুকুরের মাটি এস্কেভেটর দিয়ে অবৈধভাবে কেটে বিক্রির অপরাধে আকাশ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে এ জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে মাটি বহনকারী ট্রাক্টরের দুটি ব্যাটারি জব্দ করা হয়।
আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী। এ সময় বিজিবির সদস্যগণ ও আদালতের পেশকার হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন