শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বিজয় দেখছেন শমসের

গণসংযোগ ও নির্বাচনী প্রচারে শমসের মবিন চৌধুরী। ছবি : কালবেলা
গণসংযোগ ও নির্বাচনী প্রচারে শমসের মবিন চৌধুরী। ছবি : কালবেলা

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে শেষ চমক নিয়ে আসছেন তৃণমূল বিএনপির চেয়ারপারর্সন শমসের মবিন চৌধুরী বীরবিক্রম। দিন যত যাচ্ছে ভোটের হিসাব তত পরিবর্তন হচ্ছে। দিন দিন পাল্লা ভারি হচ্ছে শমসের মবিনের।

নির্বাচনী আলাপকালে তিনি প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেন। তাকে ভোট দেওয়ার জন্য নতুন ভোটারদের বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, প্রতিদিনই আওয়ামী লীগের বড় একটি অংশ তার পক্ষে প্রচারে অংশ নিচ্ছেন। শুধু আওয়ামী লীগ নেতাকর্মীরাই নয়, সাধারণ ভোটাররাও প্রতিদিন সোনালি আঁশের পক্ষে মাঠে কাজ করছেন।

এ আসনে মূলত চার প্রার্থী প্রচার চালিয়ে যাচ্ছেন। তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী ছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসন ও জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন। প্রথমদিকে তৃণমূল প্রার্থী শমসের মবিন চৌধুরী সুবিধা না করতে পারলেও শেষ মুহূর্তে এসে মূল প্রতিদ্বন্দ্বিতায় এসেছেন তিনি।

সিলেট-৬ আসনে চার প্রার্থীর মধ্যে তিনজনের বাড়ি বিয়ানীবাজার। এর মধ্যে একমাত্র শমসের মবিন চৌধুরী গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা। এ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার সাধারণ ভোটাররা শমসের মবিনের পক্ষে একাট্টা হয়েছেন।

সাধারণ ভোটাররা জানান, শমসের মবিন চেধৈুরী একজন বীর মুক্তিযোদ্ধা। বিভিন্ন সরকারের আমলে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। তার প্রতি গোলাপগঞ্জবাসীর আলাদা ভালোবাসা রয়েছে। এছাড়া তেত্রিশ বছর এই এলাকায় তেমন উন্নয়ন হয়নি। এবার শমসের মবিনের মাধ্যমে উন্নয়ন হবে বলে তারা আশা প্রকাশ করেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) গোলাপগঞ্জ পৌর এলাকা, উপজেলার ভাদেশ্বর, ফুলবাড়ি, লক্ষীপাশা ইউনিয়নে শমসের মবিন চৌধুরীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির চৌধুরী এলিম, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুয়েল আহমদ, আওয়ামী লীগ নেতা হাসিন আহমদ মিন্টু, খায়রুল হক, কাউন্সিলর রুহিন আহমদ খান, মোবিন আহমদ জায়গীরদার প্রমুখ।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম বলেন, এলাকার মানুষ এইবার একজন যোগ্য মানুষকে সংসদে পাঠাবে। শেষ মুহূর্তে এসে শমসের মবিন চৌধুরীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মুবিন চৌধুরী কালবেলাকে বলেন, আমি ঘরে ঘরে যাচ্ছি, যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। তরুণ প্রজন্মের হাতে দেশ। এ তরুণ প্রজন্ম একজন মুক্তিযোদ্ধাকে বেছে নিবে বলে আশা করি।

তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। স্বচ্ছ, শান্তিপূর্ণ ভোট হলে বিজয় অবশ্যই হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ বিভাগে নতুন কমিশনার

বাসে আগুন দিয়ে পালানোর সময় ১ জনের মৃত্যু

বিমানবন্দর এলাকায় ২ স্থানে ককটেল বিস্ফোরণ

এএমএফ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইমরান কাদির

বিএনপি জনগণের দল : বাবুল

প্রশাসনকে জনগণের পাশে থাকতে হবে : গয়েশ্বর

জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে চাই : সেলিমুজ্জামান 

সম্পাদক পরিষদের নতুন সভাপতি কমিটি 

২৩ জেলায় নতুন ডিসি

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

১০

ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিল ছাত্র-জনতা

১১

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চসিকের ক্রাশ প্রোগ্রাম

১২

চট্টগ্রামে ৫০টি অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ

১৩

অপসো স্যালাইন শ্রমিকদের প্রতীকী অনশন

১৪

প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

১৫

কুমিল্লার প্রাচীন জগন্নাথ মন্দিরের জমি উদ্ধার

১৬

চট্টগ্রাম চেম্বার নির্বাচন / এবার রিটের বাদীকে আদালত অবমাননার নোটিশ

১৭

মালদ্বীপে নৌকাডুবিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

বিএনপির প্রার্থী তালিকায় পরিবর্তন নিয়ে যা জানা গেল

১৯

‘গণভোট আয়োজনের ঘোষণা জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি’

২০
X