অবসরের বিষণ্নতা কাটিয়ে ৪০ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে থানার পুলিশ সদস্য মুসলিম উদ্দিন। ৩১ ডিসেম্বর তার চাকরি জীবন শেষ হয়।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে থানা চত্বরে পুলিশ কনস্টেবল মুসলিম উদ্দিনের জন্য এই বিদায় সংবর্ধনার আয়োজন করেন ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিয়া।
এ সময় মুসলিম উদ্দিনের হাতে ক্রেস্ট, ফুলের শুভেচ্ছা ও উপহারসামগ্রী তুলে দেন সহকর্মীরা। এরপর থানার পক্ষ থেকে ফুল দিয়ে সাজানো থানার নিজস্ব গাড়িতে কর্মস্থল থেকে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিদায় বেলায় কনস্টেবল মুসলিম উদ্দিনের সাথে ছিলেন তার স্ত্রী ও মেজো ছেলে।
ওসির এমন উদ্যোগে খুশিতে আত্মহারা হয়ে বিদায় নেওয়ার আগ মুহূর্তে পুলিশ কনস্টেবল মুসলিম উদ্দিন বলেন, সহকর্মীদের ভালোবাসায় আমি সিক্ত। চাকরিতে যোগদানের আগে প্রতিটি পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু বিদায়ের বেলায় তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকে না। তবে হাইওয়ে থানার ওসি মো. সাজু মিয়া স্যারের এমন উদ্যোগ আমাকে কর্মজীবনের শেষে এক সুখস্মৃতি দিয়েছে। আমরা চাই পুলিশের প্রতিটি সদস্যকে এভাবেই বিদায় জানানো হোক।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিয়া বলেন, একজন সহকর্মীকে এমন বিদায় জানাতে পেরে আমি আনন্দিত। কর্মজীবনের শেষ বেলাকে রাঙ্গিয়ে তুলতে চেষ্টা করেছি। এই স্মৃতিটুকু বাকি জীবন চলার পথে আনন্দধারা হয়ে কাজ করবে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী একটু ভিন্ন ধাঁচের আয়োজন করতে পেরেছি, এটাই ভালোলাগা।
মন্তব্য করুন