দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রচারপত্র বিলি করেছে জেলা বিএনপি। মিছিলটি বুধবার (৩ জানুয়ারি) মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মহিষেরচর এলাকা থেকে বের হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে কয়েকশ নেতাকর্মী সেখানে জড়ো হয়ে ব্যানার-ফ্যাস্টুন হাতে নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা বলেন, আগামী ৭ জানুয়ারি যে একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। সরকারকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এ সময় আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং নাটকীয় ডামি নির্বাচন বর্জনসহ খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার বলেন, ‘সরকারকে এ ডামি নির্বাচন বর্জন করতে হবে। একইসঙ্গে আমরা জনগণকে জানাতে চাই, সরকারের এ পাতানো নির্বাচন, ডামি নির্বাচন ও মামু-ভাগনের নির্বাচনে কেউ যেন ৭ তারিখ ভোটকেন্দ্রে না যায় সেই আহ্বান জানাই।’
আনিসুর রহমান আরও বলেন, ‘বাংলাদেশে চলমান এ সংকট দূরীভূত করার জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। তাই আমরা আবারও সরকারকে অনুরোধ করব বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি যে আন্দোলন সংগ্রাম করছে সেই আন্দোলন সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে নতুন বছরে পদত্যাগ করে এ একদলীয় ডামি নির্বাচন বন্ধ করুন।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক জামিনুর রহমান মিঠু ও মিজানুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক ব্যাপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন প্রমুখ।
এ সম্পর্কে মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক কবির হোসেন বলেন, ‘বিএনপির কর্মসূচি চলাকালীন কোনো বাধা সৃষ্টি হয়নি। তারা শান্তিপূর্ণভাবে একটি মিছিল ও লিফলেট বিতরণ করেন। এখানে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তাই পুলিশ সার্বক্ষণিক তাদের নজরদারিতে রাখে।’
মন্তব্য করুন