নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর কাছে না.গঞ্জবাসীর জন্য মেট্রোরেল চাইলেন শামীম ওসমান 

শামীম ওসমান। ছবি : সংগৃহীত
শামীম ওসমান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান বলেছেন আমরা নারায়ণগঞ্জবাসী প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডিকেল কলেজ, রাস্তা ঘাট সব পেয়েছি। আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই। তবে সন্তান হিসেবে আবদার নয় শুধু এটুকুই বলব নারায়ণগঞ্জবাসীর বড় শখ মেট্রোরেলে উঠবে। আপনি আমাদের জন্য মেট্রোরেলের ব্যবস্থা করে দেন। আমরা জীবনবাজি রেখে আপনার পাশে ছিলাম আছি এবং থাকব। কারণ প্রধানমন্ত্রী আমাদের মাঝেই তার পিতা-মাতা ভাইদের খুঁজে পান।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শামীম ওসমান এমন বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাটি জনসমুদ্রে রূপ নিয়েছে। বিকেল ৩টায় জনসভায় যোগদান করেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ. হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

বৃহস্পতিবার সকাল থেকেই নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা এ কে এম সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে আসতে শুরু করেন। দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত আজকের জনসভা হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার মধ্যেই পুরো মাঠ কানায় কানায় ভরে যায়।

এ জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছেন। নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী এ কে এম শামীম ওসমানসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুরো নারায়ণগঞ্জ শহরে এখন সাজ সাজ রব। দলীয় সভাপতি শেখ হাসিনাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন নেতাকর্মী, সমর্থকরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ নির্বাচনী জনসভাকে সফল করতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় গিয়ে দফায় দফায় প্রস্তুতি সভা, মতবিনিময় সভা ও বৈঠক করেন সংসদ সদস্য শামীম ওসমান।

প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করার জন্য নারায়ণগঞ্জের রুপগঞ্জ আড়াইহাজার, সোনারগাঁ, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থেকে হাজার নেতাকর্মী মিছিল নিয়ে শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগানে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচ্ছেদের গল্পে একসঙ্গে ইয়ামি-হাশমি

সৌন্দর্যে ঠাসা সিলেট স্টেডিয়াম কি বাংলাদেশের জন্য অভিশাপ?

ডিসি নিয়োগে ৩ কোটি টাকার ভুয়া চেক দাতা সেই সোবেদ আলী গ্রেপ্তার

বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদকে অপসারণের দাবিতে বিক্ষোভ

র‌্যাবের গুলিতে নিহত ও আহতের বিরুদ্ধে ছিল না কোনো মামলা

শিক্ষার্থী পারভেজ হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

সেনা সদস্য নেওয়ার ঘোষণায় কাতারের প্রতি ড. ইউনূসের কৃতজ্ঞতা

‘ভারতে বিতর্কিত ওয়াকফ্ বিল মুসলমান নিধনের ষড়যন্ত্র’

সন্ত্রাসী হামলা, কাশ্মীরের অর্থনীতির জন্য দুঃসংবাদ

বাংলাদেশ-ভুটানের মধ্যে বাণিজ্য আরও সহজ করার আহ্বান

১০

অবশেষে চারুকলাকে চবির মূল ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত

১১

কাশ্মীরে হামলা, সন্ত্রাসীদের নিয়ে যা জানা যাচ্ছে

১২

কুয়েট ভিসির অপসারণ চেয়ে জাবি শিক্ষার্থীদের আমরণ অনশন

১৩

এবার বরিশালে মেয়র হতে চান জাপা প্রার্থীও, মামলা দায়ের

১৪

রাজধানীর আরও দুই এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ হচ্ছে

১৫

দুই মিনিটের বিক্ষোভ মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের

১৬

তরুণদের গবেষণায় আগ্রহী করছে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’

১৭

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় দুই দল

১৮

‘খাল-বিল দখল করে যারা ঘুমাচ্ছেন, তাদের সময় শেষ’

১৯

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে অব্যাহতি

২০
X