সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ১৩শ বিঘা জমি দখলে নিয়েছে ভূমিহীনরা

১৩শ বিঘা জমি দখলে নিয়েছে ভূমিহীনরা। ছবি : কালবেলা
১৩শ বিঘা জমি দখলে নিয়েছে ভূমিহীনরা। ছবি : কালবেলা

সাতক্ষীরার দেবহাটার খলিশাখালিতে ১৩শ বিঘা বিলান জমি পুনরায় দখল নিয়েছে ভূমিহীনরা। খলিশাখালির বিস্তীর্ণ এসব জমি সরকারি সম্পত্তি উল্লেখ করে গত কয়েক যুগ ধরে তা বন্দোবস্তের দাবি করে আসছিল ভূমিহীনরা।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় খলিশাখালিসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েকশ পরিবার শান্তিপূর্ণভাবে ওই জমির দখল নেন।

স্থানীয় ব্যবসায়ী শফি ইসলাম জানান, বিকেল ৫টার দিকে শতাধিক ভূমিহীন স্লোগান দিতে দিতে এসে ঘের দখল করে নেয়। তবে ঘেরে কেউ না থাকায় কোনোরকম হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

খলিশখালি ভূমিহীনদের নেতৃত্ব দেওয়া আকরাম হোসেন জানান, ১৯৪৭ সালের দিকে জমির সিএস মালিক ইশ্বরচন্দ্র ঘোষের ছেলে চন্ডীচরণ ঘোষ খলিশাখালির ১ হাজার ৩২০ বিঘা জমি ফেলে রেখে চিরদিনের জন্য ভারতে চলে যান। পরে ওই সম্পত্তি সরকারি খাস খতিয়ানভুক্ত হয়। তবে তথ্য গোপন রেখে দেবহাটার শিমুলিয়া এলাকার কাজী গোলাম ওয়ারেশের বাবা মালেক কাজী ও তাদের সহযোগীরা জাল জালিয়াতির মাধ্যমে সেটেলমেন্ট কর্মকর্তাদের ম্যানেজ করে কাল্পনিক কাগজপত্র তৈরি করে আদালতের আশ্রয় নিয়ে কয়েকজন মিলে ওই জমি জবরদখল করে মাছ চাষ করে আসছেন।

২০১৭ সালে পারুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী সুধীন কুমার সরকার তার এক লিখিত প্রতিবেদনে খলিশাখালির অবৈধ দখলদার হিসেবে সাতক্ষীরার কামালনগরের শামছুর রহমানের ছেলে বশির আহম্মদ (৮০ বিঘা), দেবহাটার শিমুলিয়ার আব্দুল মালেক ওরফে মালেক কাজীর দুই ছেলে কাজী গোলাম ওয়ারেশ ও কাজী আব্দুর রফিক (৩০০ বিঘা), তার তিন মেয়ে কামরুন্নাহার, বদরুন্নাহার ও আদরুন্নাহার (১৫০ বিঘা), সখিপুরের আব্দুল করিমের ছেলে আইডিয়ালের পরিচালক নজরুল ইসলাম ও মিনহাজ উদ্দীন কারিকরের ছেলে আব্দুল মজিদ (১২০ বিঘা), সখিপুরের হাজী কেয়ামদ্দীনের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ওরফে সালামতুল্যাহ গাজী (১২০ বিঘা), একই গ্রামের আব্দুল মজিদ, আব্দুল আজিজ এবং আব্দুল গফফার (৪০ বিঘা), সখিপুরের ফজর আলী গাজীর ছেলে আনছার আলী ও মোকছেদ আলী (৪০ বিঘা), মান্দার বকস এর ছেলে আব্দুল জব্বার (৪০ বিঘা), আবুহারের ছেলে শফিকুল ইসলাম (৪০ বিঘা), শিমুলিয়ার হায়াত আলীর ছেলে মনিরুজ্জামান গাজী (১০০ বিঘা), পারুলিয়ার বাদশা মল্লিকের ছেলে ফরিদ হোসেন (২৪ বিঘা), খলিশাখালির মতিয়ার সরদারের ছেলে মোকছেদ সরদার (২০ বিঘা), গাজীরহাটের আনছার আলী আমিন’র ছেলে আব্দুল মজিদ (২০ বিঘা), সখিপুরের রাজাউল্লাহ সরদারের তিন ছেলে শফিকুল, এবাদুল ও আলম (৪০ বিঘা), পারুলিয়া সেকেন্দ্রার নেছার আলীর তিন ছেলে মৃত জামাত আলী, আমানাত আলী, জাহান আলী, ভাদড়ার আজিম সরদার ওরফে আজিজুর রহমানের ছেলে আব্দুল জলিল দারোগা (৯০ বিঘা), খেজুর বাড়িয়ার খলিলুর রহমান মিস্ত্রির ছেলে আনারুল ইসলাম (৯ বিঘা), সখিপুরের মৃত রহমতুল্যাহ গাজীর ছেলে আব্দুস সালেক (১৫ বিঘা), খলিশাখালির হাজের সরদারের ছেলে বাবু (১০ বিঘা), একই গ্রামের জামাত আলীর ছেলে নুর ইসলাম (১০ বিঘা), বাছতুল্যাহ মোড়লের ছেলে আব্দুর রহিম মোড়ল (৫ বিঘা), আছিমদ্দিন গাজীর ছেলে বাবু ও খোকন (১০ বিঘা) এবং সিরাজুলের ছেলে খোকন (৫ বিঘা) জমি ভোগদখল করছে বলে উল্লেখ করেন।

২০১২ সালের ৯ জানুয়ারি ওই সম্পত্তি সরকারি খাস জমি উল্লেখ করে সাতক্ষীরা জজকোর্টের সাবেক জিপি অ্যাড. গাজী লূৎফর রহমান আদালতে রিসিভার নিয়োগের আবেদন জানালে অ্যাড. বিকাশ কুমার কুণ্ডু চৌধুরী ও আশরাফুল আলম বাবুকে রিসিভার দেন আদালত। পরে এসব অবৈধ দখলদাররা রিসিভার বাতিলের জন্য দৌঁড়ঝাপ শুরু করলে উচ্চ আদালত রিসিভার আদেশ স্থগিতসহ নালিশি জমির নেচার এন্ড ফেচার এবং দখলের ওপর স্ট্যাটাসকো আদেশ দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২০১৭ সালের ১৭ জুলাই সুপ্রিম কোর্টে ২৫৬৮/২০১৭ লিভ টু আপিল দাখিল করলে বিচারপতি মো. ইম্মান আলী, বিচারপতি মির্জা হুসেন হায়দার ও বিচারপতি আবু বক্কর ছিদ্দিক যৌথভাবে গত ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা প্রশাসককে ওই জমি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আদেশ দেন।

এদিকে সরকারি খাস জমি ভূমিহীনদের দাবি করে বুধবার সন্ধ্যায় দেবহাটার নওপাড়া, পারলিয়া, নোড়ার চক , চারকুনি, ঢেবুখালি, বেজোরাটি, গাজীরহাট, বেদীশহর, কালীগঞ্জের তারালী, ইন্দ্রনগর, পাইকাড়া, নলতা, আশাশুনির বদরতলা, শালখালিসহ বিভিন্ন এলাকার শতাধিক শতাধিক ভূমিহীন পরিবারে খলিষাখালির প্রায় এক হাজার বিঘা খাস জমি দখলে নেয়। দখলে নেতৃত্ব দেয় খলিশালির সাইফুল ইসলাম ও নড়ার আকরাম হোসেন।

দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই শেখ মো. গোলাম আজম বলেন, আংশিক কিছু অংশ দখলের কথা শুনেছি। তবে পুরোপুরি শিওর না। যদি আইন লঙ্ঘনের মতো কোনো ঘটনা ঘটে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

জোবায়েদ হত্যা / জবানবন্দিতে বর্ষাকে নিয়ে যা বললেন জবি ছাত্র সৈকত

অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

‘ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে’

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণা, প্রধান শিক্ষককে কারাদণ্ড

আমিরে জামায়াতের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাবির ফার্মেসি অনুষদে ডিনস অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধন

১০

মামলা করলেন ‘কেজিএফ’ তারকা যশের মা

১১

শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে জকসু নির্বাচনে প্রার্থী সাজ্জাদ

১২

‘সোলজার’ সিনেমায় রাকিন 

১৩

গাজীপুরে কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

১৪

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরসনে কর্মপরিকল্পনা যাচাই সভা

১৫

ব্রাকসুর তপশিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর

১৬

ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম ফাঁস

১৭

জকসুতে স্বতন্ত্র হিসেবে জিএস পদে লড়বেন বাঁধন সভাপতি মাবুদা

১৮

গণতন্ত্রের প্রধানতম কথা অন্যের মত সহ্য করতে হবে : মির্জা ফখরুল

১৯

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

২০
X