টাঙ্গাইলের গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার করে গাজীপুরে বদলি করা হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ৩ জানুয়ারি তাকে প্রত্যাহারের সম্মতি দেন নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান।
ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, ইন্সপেক্টর, গাজীপুর জেলা মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়বকে অফিসার ইনচার্জ (ওসি) গোপালপুর থানা, টাঙ্গাইলে পদায়ন এবং ওসি মো. জিয়াউল মোর্শেদকে গাজীপুর জেলায় বদলি করা হয়েছে।
এর আগে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ওই ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দেন।
মন্তব্য করুন