বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে কুমিল্লায় জেঁকে বসেছে শীত 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জেঁকে বসেছে শীত। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জেঁকে বসেছে শীত। ছবি : কালবেলা

গত কয়েক দিনের মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জেঁকে বসেছে শীত। কোথাও কোথাও মাঝারি ও গাঢ় কুয়াশা দেখতে পাওয়া গেছে। এতে গত কয়েক দিন ধরে তুলনামূলক স্বাভাবিকের চেয়ে অতিমাত্রায় শীত অনুভূত হচ্ছে। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তবে এ রকম পরিস্থিতি থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক রাত থেকেই ভারি কুয়াশা পড়ার কারণে রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করে। ভোরের দিকে এর তীব্রতা আরও বাড়ে। ভোর থেকে সূর্য না ওঠার কারণে বেলা বাড়লেও তাপমাত্রার তেমন তারতম্য ঘটে না। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সকালের দিকে চায়ের দোকানগুলোতে কিছু লোক দেখা গেলেও রাস্তাঘাটে লোকসমাগম তেমন একটা দেখা যায় না। বেলা বাড়লে লোকসমাগম কিছুটা বাড়লেও উল্লেখযোগ্য হারে কম। বিশেষ প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। রাতে ও দিনে খড়কুটো বা গাছের মরা ডালপালা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্তরা। ঘটন কুয়াশা, তীব্র শীত ও উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। এতে শীতজনিত রোগবালাই বাড়ছে। এদিকে তীব্র শীতের কারণে কাজকর্ম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গত কয়েক দিনের কনকনে শীতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র ও হতদরিদ্র পরিবারের সদস্যরা। দিনে সূর্যের আলো না দেখা যাওয়ায় ও প্রচণ্ড শীতের কারণে স্বাভাবিক কাজকর্মেও ব্যাঘাত ঘটছে। মাঠে খেটে-খাওয়া মানুষ পড়েছেন বিপাকে।

স্থানীয় বাসিন্দা আবু কাউসার কালবেলাকে বলেন, গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার রাতে টিনের চালে বৃষ্টির ফোটার মতো শিশির ঝরার শব্দ শোনা যায়। গায়ে থাকা গরম কাপড়ও যেনো ঠান্ডা হয়ে আসে। সারাদিন সূর্যের উপস্থিতি তেমন একটা না থাকায় এ কদিন শীতের তীব্রতা অনেক বেড়েছে।

জীবিকার তাগিদে বের হওয়া অটোরিকশা চালক ফিরোজ মিয়া কালবেলাকে বলেন, গত কয়েক দিন যাবত অনেক শীত পড়ছে। আজকে আরও কনকনে শীত। হিম শীতের মধ্যেই গাড়ি চালাতে বের হয়েছি। শীতে হাত-পা অবশ হয়ে আসছে। কিন্তু কী করবো জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে।

এদিকে এরকম শীতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে পরামর্শ দিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন কালবেলাকে বলেন, শীত মৌসুমে শীতজনিত রোগ থেকে সুরক্ষা পেতে প্রয়োজনমতো গরম কাপড় পরতে হবে। বিশেষ করে তীব্র শীতের সময় কান ঢাকা টুপি এবং গলায় মাফলার বা গলা ঢাকার মতো গরম কাপড় ব্যবহার করতে হবে। তাজা ও পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। এসব খাবার দেহকে সতেজ রাখার পাশাপাশি রোগপ্রতিরোধে সহায়তা করবে।

তিনি আরও বলেন, এ সময়টাতে বিশেষ করে শিশু ও বয়স্করাই শীতজনিত রোগে বেশি আক্রান্ত হয়। এ জন্য শিশু ও বয়স্কদের দিকে বিশেষ যত্নবান হতে হবে। এ ছাড়াও সব বয়সের মানুষকেই এই শীত মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

গোপালগঞ্জে শতাধিক আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

১০

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

১১

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

১২

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

১৩

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

১৪

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

১৫

এবার আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

১৬

‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন কালবেলার আমজাদ

১৭

দুই বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গেই মৃত্যু

১৮

সুন্দরবনে ফাঁদে আটক হরিণ উদ্ধার, শিকারি গ্রেপ্তার

১৯

তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে জুলাই আন্দোলন করেছি : রাশেদ

২০
X