দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত এবং আন্দোলনের মাধ্যমে সরকার পতন নিশ্চিত করার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলালের নির্দশনায় এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ভোটকেন্দ্রে না যাওয়া ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, জনগণকে সব প্রকার ট্যাক্স, খাজনা, বিদ্যুৎ বিল পরিশোধ না করা, ব্যাংকে লেনদেন না করার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন