কক্সবাজারের পেকুয়ায় ড্রাম্পার ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বদি আলম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করে পেকুয়া থানা পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় পেকুয়া সদর ইউনিয়নের সিকদারপাড়া ক্রীড়া কমপ্লেক্সের সামনে এবিসি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বদি আলম মহেশখালী উপজেলার বাইন্যাকাটা এলাকার মৃত শফিউল আলমের পুত্র। তার ৫ পুত্র ১ কন্যাসন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বদি আলম মহেশখালী থেকে বদরখালী হয়ে সিএনজিচালিত অটোরিকশা করে পেকুয়া দিয়ে কুতুবদিয়া যাচ্ছিলেন তার শ্বশুরের জানাজায়। এ সময় পেকুয়া সদর ইউনিয়নের সিকদারপাড়া ক্রীড়া কমপ্লেক্সের সামনে এবিসি আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাটি আসার মুহূর্তে ক্রীড়া কমপ্লেক্সের সামনে একটি ড্রাম্পার ট্রাক ওই যাত্রীবাহী সিএনজিকে জোরে ধাক্কা দেয়। এ সময় সিএনজি গাড়িটি উল্টে গিয়ে বদি আলমসহ বাকিরাও কমবেশি আহত হয়। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বদি আলমকে মৃত ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ পুলিশের হেফাজতে নেন ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেন।
এদিকে সিএনজির মালিক ও ড্রাম্পার ট্রাক মিলে এক লাখ টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করে। ‘তাহলে কি এ মানুষটির প্রাণের মূল্য এক লাখ টাকা’ বলে মন্তব্য করেছেন প্রত্যক্ষদর্শী লোকজন।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে এবং উভয়পক্ষের মধ্যে সমঝোতা করা হয়েছে।
মন্তব্য করুন