রেল পরিবহন ও যাত্রীদের নিরাপত্তায় স্টেশনে ডগ স্কোয়াড সতর্ক অবস্থান নিয়ে রেলের কামরা ও যাত্রীদের ব্যাগ তল্লাশি করেছে বিজিবি।
সাম্প্রতিক সময়ে রেলের বগিতে আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় এ ধরনের সতর্কতা ও তল্লাশিতে যাত্রী সাধারণ স্বস্তি প্রকাশ করেন।
শনিবার (৬ জানুয়ারি) সকাল পৌঁনে দশটার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ৫৩-বিজিবি সদস্যদের প্রশিক্ষিত ডগ স্কোয়াড নিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়।
স্টেশনে ডগ স্কোয়াড তল্লাশি চালানোর বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন জানান, নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে সবসময় নজরদারি করছে বিজিবি সদস্যরা।
মন্তব্য করুন