কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে প্রায় ৪০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে বলে দাবি করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাহার আকন্দ। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন।
আবদুল কাহার আকন্দ বলেছেন, কিছু কিছু জায়গায় সমস্যা আছে। বিষয়গুলো প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেখানে তাদের পরাজয় দেখছে সেখানে তারা আমার নির্বাচনী অফিসে আক্রমণ করেছে অফিস পুড়ে দিয়েছে। প্রশাসন এখন পর্যন্ত নিরপেক্ষ আছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সর্ম্পকে প্রশাসনকে জানানো হয়েছে।
তিনি বলেন, শনিবার (৬ জানুয়ারি) পর্যন্ত কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলায় সার্বিক পরিস্থিতি ভালো। আগামীকাল ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে শতভাগ নিশ্চিত নৌকা বিজয়ী হবে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবে এবং ভোট দিবে বলে আশা রাখি।
মন্তব্য করুন