দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছেন ভারতের ইলেকশন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলনেতা হিসাসবে বাংলাদেশ সফর করবেন।
তার সঙ্গে থাকছেন ভারতের ইলেকশন কমিশনার ডিরেক্টর জেনারল মি. নারায়না বালা সুব্রামানিয়ান এবং প্রিন্সিপাল সেক্রেটারি মি. মোহাম্মদ উমর।
গত ৩ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব শেখ মো. ফয়সাল মোস্তফা আমিনের স্বাক্ষরিত অফিসিয়াল পত্রে এ তথ্য পাওয়া যায়। টাঙ্গাইল জেলা প্রশাসনের একটি সূত্র খবরটি নিশ্চিত করেন।
স্বাগতিক কর্মকর্তা এবং পরারাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো. শাহ আলম খোকন জানান, ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা যাবেন টাঙ্গাইল জেলায়। আর মি. নারায়নবালা সুব্রামানিয়ান চাঁদপুর ও লক্ষীপুর জেলা এবং মি. মোহাম্মদ উমর পরিদর্শন করবেন খুলনা ও যশোর জেলার নির্বাচনী এলাকায়।
বাংলাদেশ সফরকালে ধর্মেন্দ্র শর্মা টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) নির্বাচন পর্যবেক্ষণ করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি নির্বাচন পর্যবেক্ষণ শেষে ঢাকায় ফিরবেন।
মন্তব্য করুন