জয়লাভ করলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন ২৬৮, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এইচএম ইব্রাহিম।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার সময় নোয়াখালীর চাটখিল উপজেলার শ্রীরায় মহিলা মাদ্রাসায় নিজ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আসলে আমাদের দুই উপজেলারই বেশিরভাগ উন্নয়নমূলক কাজ শেষ হয়ে গেছে। গ্রামীণ কিছু সড়ক, বাড়ির রাস্তা সলিংসহ যে অসমাপ্ত কাজগুলো আছে সে কাজগুলো সমাপ্ত করব। আল্লাহ আমাকে জয়যুক্ত করলে, আমি যেনো বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করাতে পারি; সে ব্যাপারে আমি সচেষ্ট হব ইনশাআল্লাহ।
এ সময় ভোটকেন্দ্রে ভোটারদের উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। ভোট কেন্দ্রে পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রটির দায়িত্বরত প্রিসাইডিং অফিসার জয়নাল আবেদীন মিলন।
নোয়াখালী-১ আসনটি চাটখিল উপজেলা ও সোনাইমুড়ি উপজেলার (আংশিক) ২টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। আসনটিতে মোট ১২৯টি ভোট কেন্দ্রের ৮৩৬টি ভোটকক্ষে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৩৭৫ জন। যার মধ্যে ১ লক্ষ ৯৯ হাজার ৪ শত ১ জন পুরুষ এবং ১ লাখ ৮৯ হাজার ৯ শত ২৪ জন নারী ভোটার রয়েছেন।
আসনটিতে মোট ৭ জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন। তারা হচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এইচএম ইব্রাহিম, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী আবু নাছের ওয়াহেদ ফারুক, গণফ্রন্টের মাছ প্রতীকের প্রার্থী মো. খোরশেদ আলম, জাতীয় সমাজতান্ত্রিক দলের মশাল প্রতীকের প্রার্থী হারুন অর রশিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী মো. শাহ আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মো. মমিনুল ইসলাম, তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকের প্রার্থী একেএম সেলিম ভূঁইয়া।
মন্তব্য করুন