নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক নিজের ভোট প্রদান করে জানিয়েছেন বিজয় নিয়ে মাঠ ছাড়তে চান।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার সময় নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটদান শেষে তিনি এই মন্তব্য করেন।
আতাউর রহমান বলেন, শেষ পর্যন্ত যদি নির্বাচনের পরিবেশ সুন্দরভাবে বজায় থাকে তাহলে শেষ হাসি হাসতে চাই। তবে রাতভর যেভাবে পাড়া-মহল্লায় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ করিয়েছে নৌকার সমর্থক ও হেলমেট বাহিনীর সদস্যরা তাতে ভোটাররা কিছুটা শঙ্কিত হয়ে পড়েছে।
তিনি বলেন, সেনবাগ-সোনাইমুড়ী আসনের জনগণ আমাকে বিগত সময়ে যে ভালোবাসা দেখিয়েছে, ভোটের মাঠে তা সুষ্ঠুভাবে প্রয়োগ করার সুযোগ পেলে কাঁচির জয় কেউ আটকাতে পারবে না। এই আসনের ভোটাররা ভোটের মাধ্যমে তাদের আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করার পাশাপাশি বিগত সময়ে তাদের সাথে হওয়া অন্যায়েরও জবাব দেবে।
আতাউর রহমান ভূঁইয়া মানিক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি, এফবিসিসিআইয়ের পরিচালক, তমা গ্রুপের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনটি ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ১১৮ টি ভোটকেন্দ্রের ৭৬০টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৪ শত ৬৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৯ শত ৭২ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৪ হাজার ৪ শত ৯১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন।
আসনটিতে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলম, স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী মোহা. আতাউর রহমান ভূঁইয়া মানিক, জাসদের মশাল প্রতীকের প্রার্থী নাইমুল আহসান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের টেলিভিশন প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী রবিউল হোসাইন, জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী তালেবুজ্জামান ও বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকের প্রার্থী কাজী সরওয়ার আলম।
মন্তব্য করুন