বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪, আটক ১০

আড়াইহাজারের রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
আড়াইহাজারের রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-২ আড়াইহাজারের রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। আওয়ামী লীগ (নৌকা) সমর্থক ও জাতীয় পার্টি (লাঙ্গল) সমর্থকদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় নির্বাচনের নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ভোটগ্রহণকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই আসনের লাঙ্গল মার্কার প্রার্থী আলমগীর সিকদারের অভিযোগ, নৌকা প্রতীকে জালভোট দিচ্ছেন প্রার্থী নজরুল ইসলাম বাবুর সমর্থকরা। এর প্রতিবাদের ভোট বর্জন করেছেন আলমগীর শিকদার। সংঘর্ষের পর কেন্দ্রটির নারী ও পুরুষ দুটি কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।

এই ঘটনায় আলমগীর সিকাদারের নির্বাচনী সমন্বয়ক ও তার ছোটভাই জাহাঙ্গীর সিকদারসহ ১০ জনকে আটক করার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

জেলা প্রশাসক গণমাধ্যমকে জানান, ‘জালভোট দেওয়ার অভিযোগ তুলে আলমগীর সিকদার ও তার ভাই জাহাঙ্গীর সিকদারের নেতৃত্বে তার সমর্থকরা কেন্দ্র ও ব্যালটবাক্স ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়ে। ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। এই ঘটনায় জাহাঙ্গীর সিকদারসহ ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছে।

ভোটের দিন সকাল সাড়ে ১০টা নাগাদ সংঘর্ষের এই ঘটনা ঘটে। এরপর বেলা ১১টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন আলমগীর সিকদার। সংঘর্ষে আহত দুজনের নাম পরিচয় জানা যায়নি।

আলমগীর সিকদার গণমাধ্যমকে জানান, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছিল। এর মধ্যে সকাল ১০ টার দিকে রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে দেখা যায় একটি কক্ষে নৌকা ও ঈগল প্রতীকের দুই এজেন্ট জাল ভোট দিচ্ছে। এনিয়ে তারা প্রতিবাদ করলে নৌকার লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় গ্রামবাসীও সংঘর্ষে জড়িয়ে পরলে পুলিশ গুলি করে। এতে তার দুই সমর্থকের গায়ে ছররা গুলি লাগে।

তার এই অভিযোগ অস্বীকার করেছেন নজরুল ইসলামের নির্বাচন সমন্বয় সুন্দর আলী। তিনি বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে লাঙ্গলের প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১০

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১১

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১২

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৩

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৪

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৫

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৬

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

১৭

জয়ের পরও শান্তর মুখে হতাশা

১৮

রাজশাহী মাউশি কার্যালয়ে দুদকের অভিযান নিয়ে প্রশ্ন

১৯

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

২০
X