পিরোজপুরের পাড়ের হাট বাদুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার অপরাধে অভিযুক্ত আবু বকর সিদ্দিকীকে দুই বছর কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহা. হেলাল উদ্দিন।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে ওই কেন্দ্রে আবু বকর সিদ্দিকী জালভোট দিতে যান। এ সময় পোলিং অফিসারের সন্দেহ হলে তাকে প্রিসাইডিং অফিসারের কাছে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের জেল দেওয়া হয়।
অপরদিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার পূর্ব কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং অফিসার শশাঙ্ক হিরা স্বতন্ত্র প্রার্থী আউয়ালের লোকদের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনা প্রমাণিত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
মন্তব্য করুন