বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, নতুন সরকারের পরবর্তী চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। পাশাপাশি সোলার বিদ্যুতের ব্যাপ্তি ঘটনো। এ বছরই প্রায় ১২ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ সরবরাহ আসবে বলে জানান তিনি।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে কেরানীগঞ্জে তার নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা আশা করি এ বছরই মানুষ ভালো বিদ্যুৎ ও জ্বালানি পাবে। আর যারা ভোট বর্জনের ডাক দিয়েছিল উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
এ সময় তাকে নির্বাচিত করায় কেরানীগঞ্জবাসীকে ধন্যবাদ জানান তিনি।
মন্তব্য করুন