সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:৩৪ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে জামানত হারালেন ২৭ প্রার্থী

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনে ২৭ জন এমপি প্রার্থী নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কাস্ট ভোটের এক-অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত হারান।

নারায়ণগঞ্জের ৫টি আসনে মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এরমধ্যে চারজন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী এবং বাকি একজন জাতীয় পার্টির প্রার্থী জয়ী হয়েছেন।

তবে নারায়ণগঞ্জ-৫ আসনে আ.লীগের কোনো প্রার্থী ছিল না, জাপা প্রার্থী জয়ী হয়েছেন।

একজন জাপা এবং একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া, বহুল আলোচিত ও সমালোচিত প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারসহ অন্যান্য রাজনৈতিক দলের পরাজিত প্রার্থীরা তাদের জামানত হারিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানান, কাস্টিং ভোটের মধ্যে তারা পেয়েছেন মাত্র ৪ দশমিক ৮৮ শতাংশ।

নারায়ণগঞ্জ-১ আসনে ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন ভোটারের মধ্যে ২ লাখ ১২ হাজার ৬২৪ জন ভোট দিয়েছেন। এ আসন থেকে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী। অন্য ৮ প্রার্থীর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া কাস্টিং ভোটের অষ্টমাংশ পেয়েছেন।

তৈমূর আলম খন্দকার এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ হাজার ১৯০ ভোট পাওয়ায় তার জামানত হারিয়েছেন। এখানে প্রায় ৫৫ দশমিক ১৩ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন। নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে এটাই সর্বোচ্চ ভোটার।

নারায়ণগঞ্জ-২ আসনে টানা চতুর্থবারের মতো নির্বাচনে জয়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাবু ছাড়া বাকি চার প্রার্থী তাদের জামানত হারান। এ আসনে ৩ লাখ ৩৩ হাজার ২৬৭ জন ভোটারের মধ্যে ১ লাখ ৮১ হাজার ৮৫৮ জন ভোট দিয়েছেন।এখানে প্রায় ৫৪ দশমিক ৫৬ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে আটজন প্রার্থীর মধ্যে ছয়জন জামানত হারিয়েছেন। এখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল কায়সার ১ লাখ ৫৪ হাজার ২৮টি কাস্টিং ভোটের মধ্যে পেয়েছেন মোট ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট। নির্বাচনে হেরে যাওয়া জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট।

মোট ৩ লাখ ৪৫ হ আজার ৬৩৮ জন ভোটারের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ২৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানে প্রায় ৪৪ দশমিক ৫৬ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ আসনে ৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জন ভোটারের মধ্যে ২ লাখ ১৬ হাজার ২৩০ জন ভোট দিয়েছেন। আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ কে এম শামীম ওসমান পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট। বাকি সাত প্রার্থী এখানে তাদের জামানত হারান।

এখানে প্রায় ৩১ দশমিক ৬ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন। জেলায় এটাই সবচেয়ে কম ভোটার।

নারায়ণগঞ্জ-৫ আসনে জয়ী জাপা প্রার্থী এ কে এম সেলিম ওসমান ছাড়া বাকি ৩ প্রার্থী জামানত হারিয়েছেন। ৪ লাখ ৯৪ হাজার ৪০০ ভোটারের মধ্যে মোট ১ লাখ ৬৬ হাজার ৩৯ জন ভোট দিয়েছে। সেলিম ওসমান পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২৮৯ ভোট।

এখানে প্রায় ৩৩ দশমিক ৫৮ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের শামীম ওসমান সর্বোচ্চ ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট পেলেও সবচেয়ে কম ভোট পড়েছে এই আসনে।

আর নারায়ণগঞ্জ-৩ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আরিফ পেয়েছেন সর্বনিম্ন ১৬৩ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে এসে দাঁড়িয়ে থাকা পিকআপে আগুন

রচনার বিদায়, এবার দিদিদের সামলাবেন মীর

পদ ফিরে পেলেন বিএনপি-যুবদলের ৩ নেতা

কালবেলার হাতে কলরেকর্ড, সেই খণ্ডিত মরদেহ নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য 

কালবেলায় সংবাদ প্রকাশ / ডাস্টার দিয়ে ছাত্রীর মাথা ফাটানো সেই প্রধান শিক্ষক বরখাস্ত 

ফেসবুক মনিটাইজেশন হারানো এড়ানোর সহজ কিছু টিপস

১০৩ রানে পিছিয়ে আয়ারল্যান্ড, বাংলাদেশের দরকার ৩ উইকেট

দিল্লি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়াল এনসিপি

পিপলস চয়েসে শীর্ষে মিথিলা

১০

বিশ্বকাপের টিকিট পেতে যে সমীকরণের সামনে দাঁড়িয়ে পর্তুগাল

১১

চা বিক্রির সময় ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার

১২

৩ দেশের ৪ সংগঠনকে ‘সন্ত্রাসী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৩

নগদে প্লে প্রোটেক্ট সতর্কবার্তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই

১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৫

‘রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হলো’

১৬

চাঁদপুর-২ আসনের জন্য এনসিপির মনোনয়ন কিনলেন মিরাজ

১৭

পায়ে যেসব লক্ষণে বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত

১৮

মরিচ গাছ চুরি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

১৯

পাবলিক ওয়াইফাই ব্যবহার নিয়ে সতর্কতা গুগলের

২০
X