লালমনিরহাটে গত কয়েক দিনের তুলনায় বেড়েছে তাপমাত্রা। জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকলেও উত্তরীয় হিমেল হাওয়ার কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে। স্থানীয়রা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এ সময় তাপমাত্রা বাড়তি। তাই হাড় কাঁপানো অনুভূতি খুব তীব্র নয়। তবুও যে ঠান্ডা অনুভূত হচ্ছে তাতে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৮টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (৮ জানুয়ারি) যা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় দিনের বেলা সূর্যের দেখা মেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঠান্ডার অনুভূতি বাড়ে।
উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম জানান, এ পর্যন্ত লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শীতার্ত মানুষের মধ্যে এক হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। যা বিতরণ চলমান রয়েছে। এ ছাড়া নতুন করে আরও কম্বলের বরাদ্দের চিঠি পাওয়া গেছে। এগুলো হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে।
মন্তব্য করুন