রাজবাড়ী জেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর বাজারে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহত যুবলীগ নেতার নাম আসিফুর রহমান আলমগীর। তার বাড়ি একই ইউনিয়নের বারবাকপুর বাজারে।
স্থানীয়রা কালবেলাকে জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আলমগীর বারবাকপুর বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় কয়েক যুবক মোটরসাইকেল এসে আসিফুরকে ডেকে নিয়ে প্রথমে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান কালবেলাকে জানান, প্রকাশ্যে দিনদুপুরে দুর্বৃত্তরা আলমগীরকে কুপিয়েছে। ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও হামলাকারীদের সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
মন্তব্য করুন