জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ও বঙ্গবন্ধুর সমাধি সৌধের চারপাশে ঘুরে ঘুরে দেখেন। এসময় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে নৌকার প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে প্রায় এক লাখ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
মন্তব্য করুন