নোয়াখালী জেলা প্রশাসক সড়কে সুপার মার্কেটের সামনে এবং বিভাগীয় পোস্ট অফিসের সামনের ব্যস্ততম সড়কে দিনের বেলায় প্রতিদিন অসংখ্য মোটরসাইকেল বিক্ষিপ্তভাবে পার্কিং করে রাখা হয়। এতে করে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগামী হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। মোটরসাইকেল পার্কিং ও হকারদের অবৈধভাবে রাস্তা দখল করে দোকান খোলায় দীর্ঘ যানজট লেগে থাকে।
জেলা প্রশাসক কার্যালয়ের এই সড়কটি জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা সিভিল সার্জন কার্যালয়, জেলা শিল্পকলা অ্যাকাডেমির সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক।
এ ছাড়াও সদর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগেরও মাধ্যম এটি। এই রাস্তার পাশে একটি ট্রাফিক পুলিশ বক্স থাকলেও যানজট নিরসনে তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি।
এ ব্যাপারে জানার জন্য সদর টি-আই-এর সঙ্গে বার বার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন