চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এনামুল হক (৫৬) নামের একজনকে আটক করেছে র্যাব। তিনি শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয় ।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহবাজপুর এলাকার এনামুল হকের বাড়িতে বুধবার (১০ জানুয়ারি) রাতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ২১ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে আটক এনামুল হককে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
মন্তব্য করুন