হবিগঞ্জের বাহুবল উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ এক বছর ধরে বন্ধ রয়েছে। ২০১৯ সালের জুন মাসে ১৩ কোটি টাকা বরাদ্দে কার্যাদেশ দেওয়া মসজিদগুলো ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। উপজেলা পরিষদের মধ্যস্থলের জায়গার ওপর নির্মাণাধীন মসজিদটি দীর্ঘ চার বছর পার হলেও ১০ শতাংশ কাজ শেষ হয় এবং ৯০ ভাগ কাজই অসম্পূর্ণ রয়ে গেছে।
দেশের বিভিন্ন স্থানের মডেল মসজিদগুলো নির্মাণকাজ শেষ হয়ে এরইমধ্যে কয়েকশ মসজিদ উদ্বোধনও হয়েছে। কিন্তু বাহুবল উপজেলাবাসীর প্রাণের এই মসজিদটি আজও আলোর মুখ দেখেনি। জানা গেছে, মসজিদ নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ ফেলে চলে গেছেন। পূর্বের টেন্ডার বাতিল করে আবারও নতুন টেন্ডার হবে।
কবে টেন্ডার হবে তা সংশ্লিষ্ট কর্মকর্তারাও স্পষ্ট বলতে পারছেন না। ২০১৯ সালের শেষে মডেল মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। ১২ কোটি ৫১ লাখ টাকার কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মঈন উদ্দিন এন্টারপ্রাইজ। কাজ চালিয়ে যেতে ঠিকাদারের অনীহার কারণেই মূলত কাজ বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান বলেন, মডেল মসজিদের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। শিগগিরই রিটেন্ডার হয়ে যাবে।
হবিগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, মডেল মসজিদের কাজ কেউ নিতে চায় না।
মন্তব্য করুন