সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৩:৫৩ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ডা. সেজে প্রেম, ছবি ফাঁসের হুমকি দিয়ে নিতেন অর্থ

গ্রেপ্তার হওয়া মারুফ হোসেন বাপী। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া মারুফ হোসেন বাপী। ছবি : কালবেলা

চিকিৎসক পরিচয়ে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করতেন মারুফ হোসেন বাপী। এক-দুই কথার ছলে এসব ছাত্রীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলতেন। ধীরে ধীরে হয়ে যেত প্রেম। বাহারি ছলনা এবং চিকিৎসককে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার লোভে যখন ওই ছাত্রী মাতোয়ারা তখনই ফায়দা তুলতেন তিনি।

প্রকৃতপক্ষে এ যুবক চিকিৎসক নন। তার প্রতারণার শিকার হয়ে সতীত্ব এবং টাকা-পয়সা হারিয়েছেন বেশ কয়েকজন।

এমন প্রতারণার অভিযোগে মারুফ হোসেন বাপী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ার ঈদগাহ ময়দান এলাকা থেকে তাকে আটক করা হয়।

মারুফ হোসেন বাপী (২৮) শহরের মনজিতপুরের মৃত আনোয়ারুল ইসলামের ছেলে।

স্বেচ্ছাসেবী সংস্থা সাইবার ক্রাইম এলার্ট টিমের অ্যাডমিন শেখ মাহবুবুল হক জানান, মারুফ হোসেন বাপী সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসক পরিচয় দিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেন। পরে তাদের কাছ থেকে ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপ-ম্যাসেঞ্জার-টেলিগ্রাপে নগ্ন ছবি সংগ্রহ করতেন। সুবিধামতো সময়ে তাদের ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন। কখনো কখনো তাদের শয্যাসঙ্গী হতে বাধ্য করতেন। সম্প্রতি দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী তার খপ্পরে পড়েন। সপ্তাহ দুয়েক আগে ওই ছাত্রীর পিতা সাতক্ষীরা সদর থানায় প্রতিকার চেয়ে একটি জিডি করেন। তার ভিত্তিতে মাঠে নামে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত বাপী ডা. আরমান হোসন নিলয় হিসেবে নিজেকে পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতেন। অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধারণ করে পরে তাদের সঙ্গে প্রতারণা করতেন। কখনো অর্থ হাতিয়ে নিতেন আবার কখনো শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করতেন। সম্প্রতি থানায় করা একটি জিডির ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। একাধিক আইডি ও অন্যের নামের মোবাইল সিম ব্যবহার করে তিনি প্রতারণা করতেন। তাকে ধরতে পুলিশ ফাঁদ পাতে। শুক্রবার রাতে প্রতারণার শিকার নারীর মাধ্যমে বাপীকে উত্তর কাটিয়ার ঈদগাহ ময়দানে ডেকে আনা হয়। পুলিশ সেখান থেকে বাপীকে আটক করে তার মোবাইল ফোন ঘেটে একাধিক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি পায়।

সাতক্ষীরা সদর থানার ওসি মোহিদুল ইসলাম জানান, আটক বাপীর বিরুদ্ধে ২০১২ সালে প্রণিত পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১), ৮(৫)(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

জুতা পরে জানাজার নামাজ পড়া কি জায়েজ?

প্রতিদিনের সাধারণ যে অভ্যাসেই কমে যাচ্ছে আপনার মোবাইলের আয়ু

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

১০

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

১২

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

১৩

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১৪

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১৫

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১৬

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৭

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৮

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৯

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

২০
X