লালমনিরহাটে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীতের কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সব বয়সের মানুষ শীতের কাপড়ের দোকানগুলোতে গিয়ে তাদের চাহিদামতো শীতের কাপড় কিনছেন।
রোববার (১৪ জানুয়ারি) লামনিরহাটের কালীগঞ্জে তুষভাণ্ডার বাজার কাকিনাহাটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চরাঞ্চল এবং বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসা নারী-পুরুষ ও শিশুরা ভিড় করেছেন ফুটপাতে বসা সস্তা কাপড়ের দোকানগুলোতে। এ শীতে প্রতিদিন সকাল থেকে রাত ১১টা পর্যন্ত কেনাবেচা করেন দোকানিরা। দোকানিরা কম দামের কাপড় নিয়ে বসেছেন ফুটপাতে। ফলে তুষভান্ডার বাসস্ট্যান্ড বুড়িমারী -লালমনিরহাট মহাসড়কের পাশে তুষভাণ্ডার বাজার সড়কের দুই পাশে বসেছে নতুন ও পুরোনো কাপড়ের হাট। শীত থেকে রেহাই পেতে নারী-পুরুষ ও শিশুসহ সকলেই কিনছেন শীতের কাপড়। তবে এসব ক্রেতা বেশির ভাগই নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ। দেখে-শুনে কম দামের নতুন এবং পুরোনো কাপড় কিনছেন।
ফুটপাতের দোকানে কাপড় কিনতে আসা সাহিনা খাতুন বলেন, শীত নিবারণের জন্য প্রয়োজন গরম কাপড়। মার্কেটে কাপড়ের দাম বেশি। ফুটপাতে নতুন ও পুরোনো কাপড়ের দাম তুলনামূলক কম, মানেও বেশ ভালো। তাই ফুটপাতের কাপড়ের দোকানে কিনতে এসেছি। আমি একটি চাদর ও সোয়েটার কিনেছি।
এ ব্যাপারে জানতে চাইলে দোকানদার ফরিদুল ইসলাম বলেন, এসব কাপড় আমরা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ দোকানে বিক্রি করি। দাম কম হওয়াতে বেশি বিক্রি হচ্ছে। শীত যতই বাড়বে এ কাপড়ের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন এ ব্যবসায়ী।
উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, শীতের সময় নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন খোলা আকাশের নিচে এ দোকানগুলো থেকে একটু সস্তায় কাপড় কিনতে পারে। এতে অস্থায়ী ব্যবসায়ীরা উপকৃত হয়, আবার সাধারণ লোকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এ পোশাকগুলো।
মন্তব্য করুন