হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের কাল ভৈরব মন্দির মাঠে প্রতিবছরের ন্যায় শুরু হয়েছে মকরসংক্রান্তি পৌষমেলা। মেলা চলবে রবি ও সোমবার দুদিন। মেলাকে কেন্দ্র করে সক্রিয় হয়েছে এক শ্রেণির জুয়াড়ি।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে মেলার মাঠে অভিযান চালায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম। এসময় জুয়া খেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই যুবককের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ড প্রাপ্তরা হলো- জলসুখা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের তরুল মিয়ার পুত্র রাফি মিয়া (২১) এবং বনপাড়া গ্রামের আবুল কালাম মিয়ার পুত্র সজিব মিয়া (২২)।
মো. শফিকুল ইসলাম বলেন, মকরসংক্রান্তি পৌষ মেলা আবহমান বাংলার ঐতিহ্য। এই মেলাকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু চক্র জুয়া আয়োজনে তৎপর হয়ে ওঠে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুয়াসহ সকল অপরাধ রোধে মাঠে তৎপর রয়েছি। এরই ধারাবাহিকতায় আজ জলসুখায় জুয়া খেলার দায়ে দুজনের প্রত্যেককে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারায় ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন