চাঁদপুরের শাহরাস্তিতে এক ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও দুজন নিখোঁজ রয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে আসামিদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে।
মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর গ্রামের বিল্লাল হোসেন (২৮) ও ইমাম হোসেন মিয়াজী (২১)। পলাতক আসামিরা হলেন, যাদবপুর গ্রামের বেলায়েত হোসেন (৩০) এবং আব্দুল কাদির (২০)।
পুলিশ জানায়, শনিবার রাতে চার যুবক ওই ভিক্ষুককে অটোরিকশা থেকে নামিয়ে স্থানীয় ভবনে নিয়ে ধর্ষণ করে। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং পরীক্ষার জন্য হাসপাতালে নেয়। ঘটনার পর শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের হয়। পরে রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ভুক্তভোগীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন