বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির খুলনা বিভাগীয় সহসভাপতি ও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক কালবেলা প্রতিনিধি সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের পিতা বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক ইউনুস আলী সানা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
রোববার (১৪ জানুয়ারি) রাত ১টা ৩০ মিনিটের দিনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় খড়িয়া খাল পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহরুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন অধ্যাপক মঞ্জুরুল আমিন শেখর, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনাইয়েদুর রহমান, অ্যাড এফ এম এ রাজ্জাক, অধ্যাপক,কৃষি ব্যাংক মানেজার হাদিসউজ্জামান, সাংবাদিক জি এম মিজানুর রহমান, শেখ সেকেন্দার আলী, আব্দুল আজিজ, বাবুল আক্তার, আসাদুল ইসলাম, ফসিয়ার রহমান, আশরাফুল ইসলাম সবুজ, শেখ বাদশা, শহিদুল ইসলাম, আফসার উদ্দিন ফিরোজী, আহম্মদ আলী, শাহরিয়ার জাম্মান,আ. সেলিম, সাহেদুজ্জামান,আবদার হোসেন, আ. আজিজসহ কয়েক শতাধিক মানুষ।
অপরদিকে সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের পিতার রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্র কমিটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম মিজানুর রহমান মিজানসহ কেন্দ্রীয় এবং বিভাগীয় ও পাইকগাছা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
এছাড়াও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী, সহসভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, কোষাদক্ষ ফিরোজ আহম্মেদ, সদস্য জহুরুল হক, মাজাহারুল ইসলাম মিথুন, কাজী সোহাগ, আনোয়ারুল ইসলাম, শাফিয়ার রহমান প্রমুখ।
মন্তব্য করুন