ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

৩০ বছর পর বিদ্যালয়ের নাম পরিবর্তনে তোপের মুখে প্রতিষ্ঠাতা

নাম পরিবর্তনের পর নতুন নামে ‘রেজাউল হক উচ্চ বিদ্যালয়’ এর সাইনবোর্ড দেখা যায় বিদ্যালয়ে। ছবি : কালবেলা
নাম পরিবর্তনের পর নতুন নামে ‘রেজাউল হক উচ্চ বিদ্যালয়’ এর সাইনবোর্ড দেখা যায় বিদ্যালয়ে। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মালাপাড়া ইউনিয়নে অবস্থিত ৩০ বছরের পুরনো এম.এ চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয়ের নাম বদলে ফেলার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে। বিষয়টা নিয়ে স্থানীয় মহলে বেশ আলোচনা ও সমালোচনার ঝড় তুলেছে।

জানা গেছে, ১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন বিদ্যালয়টির নাম ছিল এম.এ চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয়। তবে সম্প্রতি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. হারুনর রশীদ প্রতিষ্ঠাকালীন নাম বদলে ওই বিদ্যালয়ের নতুন নামকরণ করেছেন। স্থানীয় একটি মহলের অভিযোগ প্রতিষ্ঠাকালীন বিদ্যালয়ের নামে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার বাবার নামের আগে সংক্ষিপ্ত আকারে কয়েকটি গ্রামের নাম উল্লেখ করা ছিল, যা বর্তমানে দেওয়া নতুন নাম থেকে বাদ দেওয়া হয়েছে। হঠাৎ করে ৩০ বছর পর বিদ্যালয়ের নাম পরিবর্তনে স্থানীয় মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ছাড়াও প্রতিষ্ঠাতার বিরুদ্ধে আরও নানা অভিযোগ তোলেন স্থানীয় একটি মহল। বিষয়টি নিয়ে গত ১১ জানুয়ারি মানববন্ধনও করেন তারা।

স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে শ্রম, অর্থ ও জমি দিয়ে বিদ্যালয়টিকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. হারুনর রশীদ। যদিও বিদ্যালয়ের কাজে আশপাশের গ্রামের লোকজনও সহযোগিতা করেছেন, তবে সিংহভাগ ব্যয় করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার হারুনর রশীদ। হারুনর রশীদ তার জমি ও ভিটেমাটি বিক্রি করে প্রতিষ্ঠানটিকে তিল তিল করে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। একটি মহল তাকে বদনাম করার জন্য উঠেপড়ে লেগেছে।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. হারুনর রশীদ কালবেলাকে বলেন, সরকারি বিধিবিধান অনুযায়ী প্রতিষ্ঠানের নামে সংক্ষিপ্ত আকারের কোনো কিছু রাখা যাবে না এ রকম একটি আদেশ আসে। তাই আমি সংক্ষিপ্ত অংশ বাদ দিয়ে বিদ্যালয়ের নাম সংশোধন করেছি, নাম পরিবর্তন করিনি। তাদের করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কারণ বিদ্যালয়ের পুরাতন নামে কয়েকটি গ্রামের নাম উল্লেখ ছিল বলে যা তারা প্রচার করছে তা ঠিক নয়। বিদ্যালয়ের পুরাতন নামই রয়েছে, শুধু বিদ্যালয়ের নাম থেকে সংক্ষিপ্ত অংশটুকু বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া সংক্ষিপ্ত অংশ ‘এম এ’ এর মানে কোনো গ্রামের নাম নয় বরং এর বিস্তারিত হলো ‘মিডেল এরিয়া’। কারণ, চার গ্রামের মাঝখানে বিদ্যালয়টি স্থাপিত হওয়ায় তখন ‘এম এ’ মানে মিডেল এরিয়া বোঝানো হয়েছে। একটি কুচক্রী মহল আমাকে বদনাম করার জন্য ও বিদ্যালয়ের ক্ষতি সাধনের জন্য স্থানীয় বাসিন্দাদের ভুল বোঝাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিম কালবেলাকে বলেন, বিদ্যালয়ের নাম পরির্বতন এটি ওই এলাকার স্থানীয় বিষয়৷ বিদ্যালয় কর্তৃপক্ষ বা এলাকাবাসী যদি আমাদের কোনো হস্তক্ষেপ চায় তা হলে ব্যবস্থা নেওয়া হবে৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রোটিয়া টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার

রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, জামিন দেওয়ায় বাদীর ক্ষোভ

রাশিয়ার পারমাণবিক প্লান্টে আগুন

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

মেডিকেলে ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেলে নবদম্পতির সংসার

যুদ্ধ সক্ষমতা ও বিশেষ প্রযুক্তি দেখাল উত্তর কোরিয়া

জঙ্গলে রহস্যময় জ্বলন্ত গাড়িতে পাওয়া গেল ২ পুরুষের মরদেহ

ডাকাতি করে পালানোর সময় ২ জনকে গণপিটুনি

দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাক তারকা ক্রিকেটারের, এবার যেন হারাবেন পদটাই

১০

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

১১

বিপাকে স্বরা ভাস্কর

১২

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

১৩

মাঝ আকাশে নগ্ন অবস্থায় ধরা বিমানবালা

১৪

মরদেহ দাফনের পর জীবিত ফিরে এলো রবিউল!

১৫

সারাক্ষণ চার্জার প্লাগে রাখেন? জেনে নিন কী হতে পারে

১৬

এশিয়া কাপে ভারতের একাদশ কেমন হবে, জানালেন তারকা ক্রিকেটার

১৭

বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত

১৮

মোদিকে আদর্শগত শত্রু হিসেবে চিহ্নিত করলেন বিজয়

১৯

কেবিন ক্রুদের আসল কাজ কী

২০
X