কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে লিলু মিয়া নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার সাত ঘণ্টা পর অভিযুক্ত ছোট ভাই স্বপন মিয়া ও তার চাচা শ্বশুর ইদ্রিস মিয়াকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সাদেক পুর ইউনিয়নের রসুলপুর এলাকার আসামিদের এক আত্মীয়ের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের নামাপাড়া মুন্সি বাড়ির স্বপন মিয়ার সঙ্গে তার ছোট ভাই লিলু মিয়ার বাড়ি সীমানায় এক ফুট জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে বৃহস্পতিবার লিলু মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ৩টায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন খান বলেন, এ ঘটনার পরপরই ভৈরব থানা পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। বিকেল ৫টার দিকে অভিযুক্ত স্বপন মিয়া ও ইদ্রিস মিয়াকে আটক করা হয়।
মন্তব্য করুন