সিলেটে বুধবার (১৭ জানুয়ারি) সকালে সুরমা নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফয়েজ আহমদ (২০)। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ গ্রামের মতিবুর রহমানের ছেলে।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর মেন্দিবাগসংলগ্ন সুরমা নদীর পাড় থেকে ফয়েজের লাশ উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ফয়েজকে খুন করার আলামত পাওয়া গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খুনের কারণ ও খুনিদের শনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন