ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়নের গাওরাটুলি গ্রামে আশিক মিয়া (১৬) নামের এক অটোরিকশাচালককে হত্যা করে অটোরিকশাসহ মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ জানুয়ারি) অটোরিকশা নিয়ে বের হয়ে গভীর রাতেও বাড়িতে না ফিরলে মোবাইল ফোন বন্ধ পেয়ে আশিককে তার পরিবার খোঁজাখুঁজি করেও খোঁজ পায়নি।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের গাওরাটুলি গ্রামের কবরস্থান সংলগ্ন পুকুর থেকে হাত-পা বাঁধা একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত আশিক মিয়া ফরদাবাদ ইউনিয়নের কলাকান্দি গ্রামের আব্দুল মিয়া ওরফে আফজাল মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, আশিক অটোরিকশা নিয়ে শুক্রবার বিকেলে ঘর থেকে বের হয়। রাতে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে হাত পা বেঁধে পুকুরের পানিতে ফেলে অটোরিকশা নিয়ে যায়।
নিহতের মা পারভিন বেগম বলেন, আমার ছেলেকে কিস্তির মাধ্যমে দেড় লাখ টাকা দিয়ে অটোরিকশা কিনে দিই। ছেলে অটো চালিয়ে প্রথম কিস্তি পরিশোধ করে। সুন্দরভাবে আমাদের পরিবার চলছিল। শুক্রবার বিকেলে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হলে অনেক রাতেও আমার ছেলে বাড়ি ফেরে না। রাতভর খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। আজ সকালে জানতে পারি আমার ছেলেকে কারা যেন হাত-পা বেঁধে মেরে পুকুরে ফেলে রাখছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ১৬ বছরের একটি ছেলেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করি। কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সে রহস্য উদঘাটনের জন্য আমরা কাজ করছি। আশা করি দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে। ওই বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
মন্তব্য করুন