মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে ৪ বছর বয়সী যমজ পুত্রসন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন মা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার (২১ জানুয়ারি) ভোরে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় যমজ শিশুদের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শিশুদের চাচা বাদশা মিয়া জানান, আমার ভাই প্রবাসী বাচ্চু মিয়ার স্ত্রী রীমা বেগম অনেকটা মানসিক ভারসাম্যহীন। যমজ সন্তান জন্মের পর থেকে তিনি অনেকটা অসুস্থ হয়ে যান। এখনো তার চিকিৎসা চলছে। তার স্বামী বাচ্চু মিয়া রোববার ভোরে ঘুম থেকে উঠে তাদেরকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে গিয়ে দেখেন ৪ বছর বয়সী তার যমজ শিশুপুত্রের লাশ পানিতে ভাসছে। আর মা পাশে বসে আছেন। এ সময় স্বামী ও তার পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানা পুলিশের ওসি (তদন্ত) ক্যশৈনু বলেন, মাকে আটক করা হয়েছে। শুনেছি মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন