মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে পঞ্চম দিনের মতো অভিযান চলছে। এ দিন আরও একটি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। এ নিয়ে চারটি ট্রাক উদ্ধার করা হলো।
এদিকে উদ্ধারকাজে নিয়োজিত বিআইডব্লিউটিএর এক ডুবুরি আহত হয়েছেন। তার নাম বিল্লাল হোসেন।
রোববার (২১ জানুয়ারি) সকাল ১০টার পর থেকে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা। এ সময় শনাক্ত হওয়া ওই ট্রাকটি টেনে তোলা হয়।
জানা যায়, ঘন কুয়াশার কারণে রোববার উদ্ধারকাজ শুরু করতে দেরি হয়। কুয়াশা কমে এলে সকাল ১০টার পর থেকে উদ্ধার কার্যক্রম পুরোদমে শুরু হয়ে এখনো চলছে।
এ বিষয়ে পাটুরিয়া ঘাট নৌপুলিশের ইনচার্জ মো. মিজানুর রহমান কালবেলাকে জানান, সকালে উদ্ধারকারীরা উদ্ধার অভিযান পরিচালনা করলে আরেকটি ট্রাক শনাক্ত হয়। কিছুক্ষণ আগে সেই ট্রাকটি উদ্ধার করে ঘাটে আনা হয়।
তিনি আরও জানান, এখনো রজনীগন্ধা ফেরির সহকারী চালক হুমায়ন কবির নিখোঁজ রয়েছেন। তাকেও উদ্ধারে অভিযান চলছে। ট্রাকসহ ফেরি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পাঁচ দিন আগে পদ্মায় রজনীগন্ধা নামের ফেরিটি ৯টি ট্রাকসহ ডুবে যায়। ফেরি উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী জাহাজ রুস্তম, হামজা ও প্রত্যয়।
মন্তব্য করুন