সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহর এলাকায় অটোরিকশায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা যায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামের ব্যবসায়ী আবু সুফিয়ান তালকুদার গত বছরের ২০ ডিসেম্বর বিকেল তিনটার দিকে পৌরশহরের জগন্নাথপুর বাজারের সোনালি ব্যাংক থেকে দুই লাখ ৩৮ হাজার টাকা উত্তোলন করেন। ওই টাকা তুলে তিনি একটি অটোরিকশা করে পৌরশহরের ইকড়ছই স্লুইসগেইট এলাকায় যাওয়ার সময় জগন্নাথপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছানো মাত্র অটোরিকশায় যাত্রীসেজে থাকা ছিনতাইকারীরা ব্যবসায়ীকে চাকু দেখিয়ে জোরপূর্বক ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গাড়ি থেকে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায়।
ছিনতাইয়ের ঘটনার প্রায় এক মাস পর সোমবার (২২ জানুয়ারি) রাতে স্থানীয় পৌরপয়েন্ট এলাকায় ভুক্তভোগী ব্যবসায়ী ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অটোরিকশা ও তার চালককে দেখেতে পান। স্থানীয় লোকজনের সহযোগিতায় অটোরিকশাসহ চালককে আটক করে পুলিশকে সোর্পদ করেন ওই ব্যবসায়ী। আটক চালকের নাম জুবেদ আহমদ (২৩)। তিনি সিলেট জালালাবাদ থানার ফতেপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।
মামলার বাদি আবু সুফিয়ান তালুকদার জানান, ‘ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় সামনে একটি অটোরিকশা দাঁড়ানো ছিল। আমাকে বলল, কই যাবেন। আমি বললাম সামনে যাব। তখন চালক বলল ওই দিকে আমরা যাচ্ছি। তখন গাড়িতে আরও চারজন ছিল। আমিও গাড়িতে উঠে পড়ি। কিছুদূর যাওয়ার পর যাত্রী সেজে থাকা ছিনতাইকারীকে চাকু উঠিয়ে জোরপূর্বক আমার নিকট থেকে ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। সোমবার আমি ছিনতাইকারীর সঙ্গে থাকা ওই চালককে চিনতে পেরে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করি। এ ঘটনায় আমি তিনজনের নাম উল্লেখ করে ছিনতাই মামলা দায়ের করেছি।’
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুশংকর পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে সুনামগঞ্জ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।।
মন্তব্য করুন