সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

১ বছর শেষ হলেও পাঠ্যবই পায়নি শিক্ষার্থীরা

দিনাজপুরের খানসামার দক্ষিণ গাড়পাড়া উচ্চ বিদ্যালয়ের স্কুল ভবন। ছবি : কালবেলা
দিনাজপুরের খানসামার দক্ষিণ গাড়পাড়া উচ্চ বিদ্যালয়ের স্কুল ভবন। ছবি : কালবেলা

দিনাজপুরের খানসামা উপজেলার দক্ষিণ গাড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা এক বছরেও পায়নি দুই বিষয়ের পাঠ্যবই। বুধবার (২৪ জানুয়ারি) খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার এমপিওভুক্ত এ প্রতিষ্ঠানটি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দশম শ্রেণির ১৩ শিক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্র ও কৃষি শিক্ষা পাঠ্যবই হাতে পায়নি।

বই ও গাইড কিনে পড়ালেখা করে মূল্যায়ন পরীক্ষায় অংশ নিয়ে নবম থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে পরীক্ষার্থীরা। এ ঘটনায় প্রধান শিক্ষকের গাফিলতি ও দায়িত্বহীনতাকে দায়ী করেছেন শিক্ষার্থী, অভিভাবকসহ সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক দশম শ্রেণির কয়েক শিক্ষার্থী ঘটনাটি নিশ্চিত করে কালবেলাকে বলে, প্রধান শিক্ষককে এই দুটি বইয়ের কথা বলতে গেলে তিনি ধমক দিয়ে বলেন, বই আছে বের করতে সময় লাগবে। সেই সময়েই নবম থেকে দশম শ্রেণিতে উঠলাম কিন্তু আজও বই পেলাম না। বাধ্য হয়েই গাইড বই ও অন্য স্কুলের বন্ধুদের কাছ থেকে বই নিয়ে পড়ালেখা করতেছি।

ডন চন্দ্র রায় নামে এক অভিভাবক কালবেলাকে বলেন, নবম থেকে দশম শ্রেণিতে শিক্ষার্থীরা উঠল কিন্তু আজ পর্যন্ত তারা বই দুইটা না পাওয়ায় শিক্ষার্থীরা কীভাবে পড়বে? ১ বছর শিক্ষার্থীদের ক্ষতি হয়ে গেল। শিক্ষকদের এমন উদাসীনতা আসলেই মেনে নেওয়া যায় না। এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও নজরদারি প্রয়োজন।

এ বিষয়ে দক্ষিণ গাড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায় মুঠোফোনে কালবেলাকে বলেন, বই নেই, নিতে হবে। বই খুঁজতে হবে। গোডাউনে আছে মনে হয়, না হলে পুরাতন বই দেব। বই ছাড়া শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা কীভাবে নিয়েছেন- এমন প্রশ্ন প্রধান শিক্ষক এড়িয়ে যান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক কালবেলাকে বলেন, এমনটা তো হওয়ার কথা নয়। এক বছরে তারা বই পাবে না, এটা তো দুঃখজনক বিষয়। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত বই প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন কালবেলাকে বলেন, বিষয়টি অবগত হয়েছি। দ্রুত সময়ে শিক্ষার্থীদের হাতে বই প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। বই প্রদানে গাফিলতি থাকলে জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে ৫ জন উত্তীর্ণ হয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অধিকাংশ শিক্ষক স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকায় এমন বেহাল দশা বলে জানিয়েছেন অভিভাবকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১০

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১১

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১২

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৩

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৪

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১৫

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১৬

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১৭

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৮

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৯

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

২০
X