সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক যাত্রী আহত হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে বাঘাবাড়ি এন এস ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার বিলকলমী গ্রামের মৃত শহীদ সরকারের মেয়ে মোছা. আঞ্জুমান রোজী ও তার স্বামী মো. আনসারুল ইসলাম।
শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, শাহজাদপুরের বাঘাবাড়ীর এন এস ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী নিহত হন এবং অপর এক যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মন্তব্য করুন