দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সুনামগঞ্জের দিরাইয়ে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের দলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শওকত আকবর (৬৫) দলুয়া গ্রামের মৃত আব্দুর রফিক তালুকদারের ছেলে। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছে। সংঘর্ষ চলাকালে দুপক্ষের ১৫টি বসত-বাড়িতে ব্যাপক ভাঙচুর ও কয়েকটি বাড়ির মালামাল লুটপাটের ঘটনা ঘটে।

আহতরা হলেন- দলুয়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে ফরহাদ (২২), জায়ফর আলীর ছেলে তাজ মিয়া (৪০), বাবুল মিয়ার ছেলে সায়েক মিয়া (১৬), মৃত কিতাব আলীর ছেলে জয়মুনুর (৩৫), কিতাব আলীর ছেলে ফিরোজ আলী (৪০), মৃত মনোহর আলীর ছেলে মতিন মিয়া (৩০), মৃত অনাই মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৭০), মৃত সঞ্জব আলীর ছেলে আলী হোসেন (৩৫), আবু তাহেরের ছেলে মিজানুর রহমান (২৪), জাহির উদ্দিনের ছেলে আল আমিন (৩৩), সামছুল আলমের ছেলে ফয়েজ (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দলুয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গোষ্ঠীভিত্তিক পূর্ব বিরোধ চলে আসছে। এর একপক্ষে তৈয়বুর রহমান ও অপরপক্ষে নেতৃত্ব দেন ইছুব আলী। তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২০২২ ইং সনের ১০ জুলাই দুপক্ষের সংঘর্ষে ১জন নিহত হন। সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আল আমিন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী জয়া সেনগুপ্তার পক্ষে অবস্থান নিয়ে দুপক্ষের বিরোধ চাঙা হয়ে ওঠে। নির্বাচনে তৈয়ব আলীর লোকজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আল আমিন চৌধুরী ও নিহত শওকত আকবরের লোকজন স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তার পক্ষ নেয়।

১৩ জানুয়ারি নির্বাচনের পর দুইপক্ষের সংঘর্ষে সাতজন আহত হন। এরপর থেকে গ্রামে উত্তেজনা বিরাজ করছিল। গত একসপ্তাহে দুইপক্ষ কয়েকবার সংঘর্ষের প্রস্তুতি নিলেও স্থানীয় সালিশি ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বৃহস্পতিবার দুপুরের দিকে দুপক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে একে অপরের বসত বাড়ি ভাঙচুর করে। সংঘর্ষে ইছুব আলীর পক্ষের একজন নিহতের সংবাদ ছড়িয়ে পড়লে অপরপক্ষ ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সুযোগে ইছুব আলীর পক্ষের লোকজন তৈয়বুর রহমানের পক্ষের লোকদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েক বাড়ি থেকে মালামাল লুটপাট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পিন্টু কুমার দাস শওকত আকবরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। তারা এখানে চিকিৎসা নিচ্ছেন এবং তাজ মিয়া (৪০) নামে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। গ্রামের পরিবেশ শান্ত আছে। এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X