রাজশাহীতে ‘মেসার্স নাজমুল ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল’ ওষুধের দোকানে অভিযান চালিয়ে সরকারি ওষুধ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ছাড়া সরকারি হাসপাতালের ওষুধ বিক্রির দায়ে দোকানের মালিক আব্দুল কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম।
পুলিশ জানায়, নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনে নিচতলায় ‘মেসার্স নাজমুল ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল’ ওষুধের দোকানে অভিযান চালিয়ে প্রায় ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের সরকারি চোরাই ওষুধ, মাদকদ্রব্য প্যাথেডিন ও মরফিন ইনজেকশন এবং নগদ ১ লাখ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় পুলিশ গোপন সংবাদ পায়, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনের নিচতলার একটি ওষুধের দোকানে সরকারি চোরাই ওষুধ বিক্রি করা হচ্ছে। এ ছাড়াও সেখানে রেজিস্ট্রেশনবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং সরকারি ওষুধের বোতল ও লেবেল পরিবর্তন এবং নতুন মোড়কজাত করে বিক্রি ও বাজারজাত করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে মালিক আব্দুল কুদ্দুস মিয়া (৬২) কৌশলে পালিয়ে যান।
এরপর আব্দুল কুদ্দুস মিয়াকে আটকের জন্য তার বিলসিমলার বাড়িতে অভিযান পরিচালনা করে ডিবি। বাড়ি তল্লাশি করে সেখানেও সরকারি ওষুধ জব্দ করা হয়।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, সরকারি ওষুধ বিক্রি ও কিছু মাদক জাতীয় দ্রব্য বিক্রির দায়ের তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। মামলার আসামি আব্দুল কুদ্দুস মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন