বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
এনামুল হক মিলাদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফুটপাতে পিঁড়িতে বসেই চুল-দাড়ি কাটেন নরসুন্দর মানিক

পৌরসদর বাজারের ফুটপাতে বসে চুল-দাড়ি কাঠছেন মানিক চন্দ্র শীল। ছবি : কালবেলা
পৌরসদর বাজারের ফুটপাতে বসে চুল-দাড়ি কাঠছেন মানিক চন্দ্র শীল। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট (উজানপাড়া) গ্রামের বাসিন্দা মানিক চন্দ্র শীল (৭০)। পাঁচ দশক ধরে পৌরসদর বাজারের ফুটপাতে পিঁড়িতে বসিয়ে মানুষের চুলদাড়ি কেটে জীবিকা নির্বাহ করছেন তিনি। পৈতৃক সূত্রে শেখা এই পেশায় পুঁজি বলতে নিজের রয়েছে কাঠের তৈরি দুটো পিঁড়ি, চিরুনি, ক্ষুর, কাঁচি, ফিটকিরি আর সন্তা দামের সেভিং ক্রিম। বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়া এই প্রবীণ এখন আর আগের মতো দিনভর কাজ করতে পারেন না।

যুগ বদলের সঙ্গে পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবখানে। মানুষের আচার-আচরণ থেকে শুরু করে পুরনো দিনের জীবনাচারণ ও ঐতিহ্যও বিলুপ্ত হচ্ছে। তেমনি কালক্রমে হারিয়ে যেতে বসেছে পিঁড়িতে বসে ভ্রাম্যমাণ নরসুন্দরের সুনিপুণ হাতে চুল ও দাড়ি কাটার দৃশ্য। সময়ের আবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে অন্য অনেক পেশার মতোই নরসুন্দরের এই পেশাও বদলে যাচ্ছে। সেই সঙ্গে আধুনিকার ছোঁয়ায় ফুটপাতে পিঁড়িতে বসে ক্ষুর কর্ম করানোর ক্রেতাও প্রায় শূন্যের কোটায়। এই অবস্থায় পিঁড়িতে বসিয়ে ক্ষুর কর্মের ভাটায় শেষ সময় পার করেছেন মানিক চন্দ্র শীলেরা।

মানিক শীলের মতোই একই জায়গায় জলসুখা ইউনিয়নের মনোরঞ্জন শীলও একই ভাবে শেষ সময় পার করছেন পিঁড়িতে বসিয়ে ক্ষুর কর্মের। সরেজমিনে পৌরশহরের গরুর বাজার এলাকায় যাওয়ার পথে উপজেলা প্রেসক্লাবের পাশে দেখা যায়, কাটের পিঁড়িতে বসে চুল-দাড়ি কাটছেন মানিক চন্দ্র শীল।

আলাপচারিতায় মানিক চন্দ্র শীল কালবেলাকে জানান, স্বাধীনতার পরবর্তী সময়ে নিজের বয়স যখন ১৭ কি ১৮ বছর, তখন থেকে বাবার হাত ধরে পিঁড়িতে বসিয়ে এই নরসুন্দরের কাজ শুরু করেন তিনি। সেই সময়ে গঞ্জের এই বাজারের সাপ্তাহিক দুটি হাটবারসহ (রবি ও বৃহস্পতিবার) সপ্তাহের প্রতিদিনই হাজার হাজার লোকের সমাগম হতো। কাজও ছিল প্রচুর। কিন্তু দিন বদলের স্রোতে বিভিন্ন স্থাানে গড়ে উঠেছে নানান আধুনিক প্রযুক্তির সরঞ্জামসহ নরসুন্দরের দোকান। সেখানেই এখন মানুষ চুল কাটা, দাড়ি কাটার কাজ করেন। হাতে গোনা কিছু নিম্নআয়ের মানুষ আমাদের দিয়ে কাজ করান। এতে কোনো দিন ইনকাম হয় দুই থেকে তিনশ টাকা আবার কোনদিন শ‘দেড়েক টাকার কাজও হয় না। ছেলে আধুনিক নরসুন্দরের একটি দোকানে কাজ করে তাদের সহযোগিতা আর নিজের উপার্জনে কোনো রকমে চলে দিনতিপাত। এখন যে যন্ত্রপাতি আর জিনিসপত্র সেলুনে ব্যাবহার হয় আমাদের সময় এগুলো ছিল কল্পনার বাইরে। মনোরঞ্জন শীল বলেন, ৪০ বছরেরও বেশি সময় ধইরা টুলে বসাইয়া এভাবেই এই বাজারে নরসুন্দরের কাজ করতাছি। আগে এই বাজারে মানুষ আইতো সব জায়গা থাকি। এখন সব জাগাত ভালা দোকান হইছে। এখন আর মাইনষে বইয়া চুল, দাড়ি কাটে না তেমন। ছেলেরা বাজারে সেলুনে কাজ করে তাদের দিয়েই সংসার চলে। তারাও বিয়েশাদি করেছে, এখন নিজের ভার নিজেকেই বইতে হয়।

স্থানীয় ব্যবসায়ী আকবর মিয়া জানান, আমরা কৈশোর থেকে দেখে আসছি এই সদর বাজারে এই বয়স্ক দুজনই আছেন যারা পিঁড়িতে বসিয়ে আজও নরসুন্দরের কাজ করছেন। উনাদের পর এই বাজারে পিঁড়িতে বসিয়ে চুল, দাড়ি কাটার আর কেউ থাকলো না।

রাজু ইসলাম নামে অপর একজন কালবেলাকে বলেন, ছোটবেলায় বাবার সঙ্গে হাটে যেতাম। চুল কাটাতে তাদের দায়িত্ব দিয়ে বাবা বাজারের সব কাজ শেষে আসতেন। এখন আর তাদের কাছে চুল দাঁড়ি কাটা হয় না। ছেলে মেয়েদের চুল ও কাটায় আধুনিক সেলুনগুলোতে। আমরা এই দৃশ্য নিজের চোখে দেখলেও আগামী সময়গুলোতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বিষয়টা নিছক গল্পই মনে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার

‘গোপালগঞ্জ থেকে এপিসিতে ওঠানোর দায় আমিসহ কয়েকজনের’

আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত

রিউমর স্ক্যানার / পুরোনো ভিডিওকে গোপালগঞ্জের বলে প্রচার করলেন জয়

এনসিপির সমাবেশে হামলার নিন্দা / দুষ্কৃতিকারীরা দেশকে আবারও অস্থিতিশীল করতে চায় : সমমনা জোট

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলায় হেফাজতের বিবৃতি

একযোগে গণঅধিকার পরিষদের ১২ নেতার পদত্যাগ

‘একাত্তরের পরাজিত শক্তির ওপর ভর করে ভুল পথে হাঁটছেন’

ফ্যাসিবাদ রুখতে সরকারকে কঠোর হতে হবে: ইউট্যাব

সাতক্ষীরায় ‘জুলাই শহীদ দিবস’ কর্মসূচিতে আমন্ত্রণ পাননি সংগঠকরা

১০

মাছের প্রজেক্টে দফায় দফায় হামলা, ৫ কোটি টাকা ক্ষতি দাবি

১১

এখনই ঘরে ফেরা হচ্ছে না বার্সার

১২

সারা দেশে জামায়াতের কর্মসূচি ঘোষণা

১৩

জুলাই শহীদ দিবসে ঢাকেশ্বরী মন্দিরের বিশেষ প্রার্থনা সভা

১৪

রাজবাড়ীতে একই দিনে দুই দলের কর্মসূচি, অস্থিরতার শঙ্কা

১৫

একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : টিটু

১৬

রক্তের গ্রুপ অনুযায়ী কোন খাবার খাবেন, দেখে নিন

১৭

সিরিজ জয়ের পর যা বললেন লিটন

১৮

ভারত সিরিজ স্থগিত, আগস্টের সূচি পূরণে নতুন দল খুঁজছে বিসিবি

১৯

নতুন কর্মসূচি দিল এনসিপি

২০
X