রমজান মাসের আগেই সব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ভারত থেকে শিগগিরই ২০ হাজার টন পেঁয়াজ এবং ৫০ হাজার টন চিনি আমদানি করা হবে।
শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নিজ বাসভবনে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত রয়েছে। ভারত দীর্ঘদিন রপ্তানি বন্ধ করে রেখেছিল। ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। রমজান মাসের আগেই ভারত বাংলাদেশে চিনি ও পেঁয়াজ রপ্তানি করবে। আগে যে শুল্ক বেশি ছিল, এখন সেটা কমিয়ে আনা হবে।
তিনি আরও বলেন, এ ছাড়া ব্রাজিল ও বিভিন্ন দেশ থেকে চিনিসহ বিভিন্ন সামগ্রী আসছে। বাংলাদেশে যারা আমদানি করে তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি। আমাদের চিনি, তেল ও খেজুরের শুল্ক বেশি ছিল। সেই শুল্ক যেন যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি।
মন্ত্রী এ সময় বলেন, আগামী তিন মাস দেশের যে চাহিদা; সেই পরিমাণ তেল, পেঁয়াজ ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে। সারা দেশের ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করছি, কেউ যেন মজুত না করেন। কেউ কৃত্রিমভাবে বাজারে দাম বাড়ানোর চেষ্টা করবেন না। কেউ যদি দাম বাড়ায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাজার তদারকি বিষয়ে তিনি বলেন, বাজার নজরদারি শুরু হয়েছে, উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সব যেন নিরবচ্ছিন থাকে, সে ব্যবস্থা করা হবে। মালামাল যেন সহজলভ্য থাকে তা দেখা হচ্ছে।
মন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে রমজানে সারা দেশে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। আগে ট্রাকে বিতরণ করা হতো, এখন ডিলারের দোকানের মাধ্যমে হচ্ছে। এরপর প্রতিটা এলাকায় নির্দিষ্ট জায়গায় বিতরণ করা হবে।
মন্তব্য করুন