রাজশাহীতে পুকুর পাড় থেকে বিবস্ত্র অবস্থায় শ্রী সুদেব (২৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সুদেব রাজশাহীর তানোর উপজেলার কালীগঞ্জ মাসিন্দা এলাকার শ্রী বসুদেবের ছেলে।
নিহতের বড় ভাই মহাদেব জানান, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান সুদেব। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সকালে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে পুকুর পাড়ে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ খুঁজে পান।
বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানালে পুলিশ এসে উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। সুদেব এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত ছিলেন।
ভাই মহাদেব আরও বলেন, সুদেব পুকুর পাড়ে বিবস্ত্র অবস্থায় পড়েছিলেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার কাছে তেমন টাকা পয়সা থাকে না, এমনকি মোবাইল ফোনও ব্যবহার করেন না। কী কারণে তার সঙ্গে এমন ঘটনা ঘটল আমরা বুঝতে পারছি না। তবে পুলিশের তদন্তে নিশ্চয়ই আসল ঘটনা বেরিয়ে আসবে।
এ বিষয়ে তানোর থানার ওসি আবদুর রহিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো সেভাবে ধারণা করা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। তবে মামলা হবে।
মন্তব্য করুন